ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সবচেয়ে কাছে বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৫ ২৩:৩০:২৭
বিশ্বকাপ টিকিট নিশ্চিতের সবচেয়ে কাছে বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: নারীদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫—বাংলাদেশ নারী দলের জন্য এখন আর স্বপ্ন নয়, একেবারে ছোঁয়া দূরত্বের বাস্তবতা। পাকিস্তানে চলমান বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়ে নিগার সুলতানার দল এখন শুধু আর একটি জয়ের অপেক্ষায়।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের দারুণ জয় পেয়ে আরও এগিয়ে গেছে বাংলাদেশ। এর আগে তারা পরপর হারিয়েছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে। এখন সামনে রয়েছে দুটি কঠিন প্রতিপক্ষ—ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট।

ম্যাচ হাইলাইটস: স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া ব্যাটিং

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটিং বিস্ফোরণ, শারমিন আক্তার ও ফারজানা হক পিংকির ফিফটিতে ভর করে বাংলাদেশ গড়ে তোলে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর—২৭৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৯ উইকেট হারিয়ে থামে ২৪২ রানে। প্রিয়নাজ চ্যাটার্জি ও রাচেল স্লেটার লড়লেও জয়ের জন্য যথেষ্ট ছিল না তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদা আক্তার—৪০ রানে ৪ উইকেট।

বাংলাদেশের অবস্থান: বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে লাল-সবুজের মেয়েরা

বাছাইপর্বে এখন পর্যন্ত বাংলাদেশ ৩ ম্যাচে ৩ জয় তুলে নিয়েছে। এখন কেবল একটি জয় পেলেই ভারত বিশ্বকাপের মূলপর্বে নিশ্চিত হয়ে যাবে তাদের জায়গা। এমনকি যদি কোনো একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তবুও এক পয়েন্ট পেলেই মিলবে বিশ্বকাপের টিকিট।

পরবর্তী ম্যাচসূচি:

বৃহস্পতিবার – ওয়েস্ট ইন্ডিজ

শনিবার – পাকিস্তান

নিগার সুলতানার নেতৃত্বে নতুন ইতিহাস?

সাম্প্রতিক পারফরম্যান্স বলছে—এই দল শুধু বাছাইপর্ব নয়, বিশ্বকাপের মূলপর্বেও চমক দেখাতে পারে। নিগার সুলতানার কৌশলী নেতৃত্ব, অভিজ্ঞদের ধারাবাহিকতা এবং তরুণদের আগ্রাসী মানসিকতা—সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এখনই আলোচনার কেন্দ্রবিন্দু।

বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। শুধু একটি জয়, তারপরই বিশ্বমঞ্চে বাজবে লাল-সবুজের নতুন সূর্যোদয়। আর সেই সূর্যোদয়ের গল্প হয়তো লেখা হবে এই সপ্তাহেই।

আব্দুর রহিম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ