ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৫ এপ্রিল ১৫ ১৯:২১:০০
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) আবারও বড় পরিসরে জনবল নিয়োগে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানে এবার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে মোট ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৪ মার্চ দুইটি ক্যাটাগরির অধীনে ১,৩৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবার ১১তম গ্রেডে উল্লেখযোগ্যসংখ্যক জনবল নিয়োগের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরও একবার সরকারি চাকরির বড় সুযোগ সৃষ্টি হলো।

পদের বিবরণ:

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৩৩৫

বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১১)

যোগ্যতা:

আবেদনকারীদের স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা আবশ্যক। একাধিক শিক্ষাস্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের হিসাব ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স ৩১ মার্চ ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে পিডিবিএফ-এর নির্ধারিত ওয়েবসাইট থেকে। ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ১৬৮ টাকা আবেদন ফি এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে টেলিটকের হেল্পলাইন নম্বর:

টেলিটক থেকে: ১২১

অন্য অপারেটর থেকে: ০১৫০০-১২১১২১ (এক্সটেনশন ৯)

অথবা [email protected] ঠিকানায় ইমেইল পাঠিয়ে সহায়তা নেওয়া যাবে।

ফেসবুকেও যোগাযোগ করা যাবে টেলিটকের জব পোর্টালের অফিসিয়াল পেজে। যেকোনো বার্তায় অবশ্যই প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা:

চূড়ান্ত সময়সীমা: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সকল শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ