ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিসিবিতে দুদকের হানা, চলছে অভিযান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৫ ১২:৫৮:৩৯
বিসিবিতে দুদকের হানা, চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক: একদম হঠাৎ করেই যেন ঝড় বয়ে গেল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদর দফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বোর্ডের ব্যস্ত করিডোরে হঠাৎ হাজির হওয়া দুদকের কর্মকর্তারা যেন চমকে দিলেন বিসিবির কর্মকর্তাদের।

সূত্র বলছে, বিসিবির পুরনো নথিপত্র ঘেঁটে দেখা হচ্ছে—বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে যেসব অভিযোগ জমা পড়েছে, সেগুলোকে কেন্দ্র করে। সব নজর এখন টিকিট বিক্রির অনিয়মের দিকে। অভিযোগ উঠেছে, বিপিএলের সাম্প্রতিক আসরে টিকিট বিক্রিতে দুর্নীতির বড়সড় ছাপ রয়েছে। এরই পেছনে লুকিয়ে থাকতে পারে আর্থিক অনিয়মের চিত্র।

তবে এতেই শেষ নয়। বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকেও ছাড় দেওয়া হয়নি। অভিযোগের খাতায় তাঁর নামও জায়গা করে নিয়েছে। তদন্তের স্বার্থে এই অভিযানে তার সময়কালের নানা প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

বিসিবির ভেতরে এই আকস্মিক অভিযান নিয়ে যেমন কানাঘুষা চলছে, তেমনি ক্রিকেটপাড়ায়ও তৈরি হয়েছে আলোড়ন। কেউ কেউ বলছেন—'ক্রিকেট শুধু মাঠেই খেলা হয় না, এর বাইরেও অনেক খেলা চলে!'

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রাথমিক অনুসন্ধানের অংশ মাত্র। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন পড়লে আবারও অভিযান হতে পারে, এমনকি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন বিসিবির বর্তমান বা সাবেক শীর্ষ কর্মকর্তারাও।

এদিকে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে ভিতরে ভিতরে পরিস্থিতি বেশ গরম, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও তথ্যের জন্য অপেক্ষায় থাকুন…

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ