ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কঠোর অভিযানে কাঁপছে সৌদি—প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৫ ১২:৩৯:০৭
কঠোর অভিযানে কাঁপছে সৌদি—প্রবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে শুরু হয়েছে নজিরবিহীন ধরপাকড় অভিযান। অভিবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে মাত্র এক সপ্তাহেই (৩–৯ এপ্রিল) দেশজুড়ে গ্রেপ্তার করা হয়েছে ১৮,৬৬৯ জন প্রবাসীকে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশাল অভিযানের মূল লক্ষ্য—অবৈধ অভিবাসী এবং শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিরা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশটির বিভিন্ন শহরে প্রতিদিনই চলেছে অভিযান, এবং গ্রেপ্তার হওয়া অভিবাসীদের বেশিরভাগই ছিলেন আবাসন ও শ্রম আইনের লঙ্ঘনে জড়িত।

এক নজরে গ্রেপ্তারের সংখ্যা ও অভিযোগ:

আবাসন আইন লঙ্ঘনে: ১১,৮১৩ জন

সীমান্ত নিরাপত্তা আইন ভাঙায়: ৪,৩৬৬ জন

শ্রম আইন লঙ্ঘনে: ২,৪৯০ জন

অবৈধভাবে প্রবেশকারী: ১,৪৯৭ জন

এর মধ্যে ৬৯% ইথিওপিয়ান, ২৭% ইয়েমেনি এবং বাকি ৪% অন্যান্য দেশের নাগরিক

সৌদি থেকে পালাতে গিয়ে ধরা: ৫১ জন

আইনভঙ্গকারীদের আশ্রয় বা নিয়োগে জড়িত: ১৭ জন

৮ হাজারের বেশি প্রবাসী দেশে ফেরত

মাত্র এক সপ্তাহের মধ্যেই সৌদি সরকার গ্রেপ্তার হওয়া ৮,১২৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বাকি অভিবাসীদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শাস্তি হবে ভয়াবহ: হুঁশিয়ারি দিল সৌদি সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,

“যারা অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজে নিয়োগ দেবে, তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।”

সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শ্রম বাজারে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রবাসীদের জন্য সতর্কবার্তা: আইন মেনে না চললে ফিরতে হবে হাতকড়ায়

সৌদি আরবের এই ধরপাকড় শুধু একটি অভিযান নয়, বরং একটি শক্ত বার্তা—"আইন মেনে না চললে সৌদি আরবে টিকে থাকা সম্ভব নয়।"

যারা সৌদি আরবে বৈধভাবে কাজ করছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য এখনই দেশের পথে ফেরার বিকল্প ভাবা উচিত।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ