ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

দেশজুড়ে তাপপ্রবাহ, সামনে বৃষ্টি—স্বস্তির অপেক্ষায় মানুষ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৫ ১১:১৫:৪২
দেশজুড়ে তাপপ্রবাহ, সামনে বৃষ্টি—স্বস্তির অপেক্ষায় মানুষ

নিজস্ব প্রতিবেদক: তীব্র রোদ আর ঘাম ঝরানো গরমে অতিষ্ঠ দেশের মানুষ। এপ্রিলের মাঝামাঝি সময়েই তাপমাত্রা ছাড়িয়েছে সহনশীলতার সীমানা। তবে অপেক্ষার অবসান ঘটাতে পারে বৃষ্টি—আসছে স্বস্তির সম্ভাবনা। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কোথায় তাপপ্রবাহ চলছে?

সোমবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ১২টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এর মধ্যে রয়েছে—

চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড

ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ

মাদারীপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি

কুমিল্লা, চাঁদপুর, ফেনী

খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী

তবে আশার কথা, এই গরম পরিস্থিতি খুব শিগগিরই কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

কোথায় কবে বৃষ্টি হতে পারে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হতে পারে এই বিভাগগুলোতে —

রংপুর

রাজশাহী

ঢাকা

ময়মনসিংহ

খুলনা

বরিশাল

চট্টগ্রাম

সিলেট

এই বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে, আর কোথাও কোথাও দেখা যেতে পারে শিলাবৃষ্টিও।

তাপমাত্রা কমবে কবে?

মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি এনে দেবে।

রাতের তাপমাত্রা অবশ্য প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাত ও শিলাবৃষ্টি—সতর্ক থাকুন

বৃষ্টি মানেই শুধু স্বস্তি নয়, বজ্রপাতের ঝুঁকিও থাকে। তাই খোলা মাঠ, ধাতব বস্তু বা বড় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। শিশু ও বৃদ্ধদের আলাদা করে সচেতন রাখাও জরুরি।

আব্দুল কাদের/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ