মেসির সঙ্গে দেখা করলো মেসি

নিজস্ব প্রতিবেদক: সন্তান জন্মের পর নাম রাখা নিয়ে পৃথিবীতে অজস্র গল্প রয়েছে। অনেক দম্পতি সন্তান জন্মের আগে নাম ঠিক করে রাখেন। ছেলে হলে ‘অমুক’ আর মেয়ে হলে ‘তমুক’। আবার অনেক দম্পতি আছেন, যারা তাদের প্রিয় কোনো ব্যক্তিত্বের নামে সন্তানের নাম রাখেন।
লিওনেল মেসির মা-বাবা ছিলেন দ্বিতীয় ক্যাটাগরির। তারা নিজেদের প্রিয় সংগীতশিল্পী লিওনেল রিচির নামে ছেলের নাম রেখেছিলেন। আমেরিকার গায়ক-সুরকার লিওনেল রিচির নামেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসির নাম রাখা হয়।
গত বুধবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এবং সংগীতের রাজা লিওনেল রিচির দেখা হয়েছে ফ্লোরিডায়। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারানোর ম্যাচে দুজনের দেখা হয়।
ম্যাচের পর, যখন মেসি স্টেডিয়ামের টানেল ধরে মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন তিনি লিওনেল রিচির সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের কুশল বিনিময় শেষে রিচি তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “লিওনেলের সঙ্গে যখন লিওনেলের দেখা। আমার নামে ওর নাম রেখেছিলেন তার মা… আর আজ আমাদের দেখা। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।”
মেসির নাম রাখা নিয়ে এক অদ্ভুত ঘটনা ২০১০ সালে মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেসির জন্ম সহজ ছিল না। নির্ধারিত সময়ের পরে, ডাক্তার ঝুঁকি নিতে না চেয়ে লেবার ইন্ডিউস করার সিদ্ধান্ত নেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলেন তারা, আর মেসি জন্ম নেন বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।
মেসির মা বলেন, “ছেলের জন্য কোনো নাম ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে বললো, ‘Lionel’ নাম রাখা উচিত। আমি তাকে বলি, ‘এটা কী করলে তুমি!’ তখন হোর্হে আমাকে জানায়, ‘আমরা দুজনই লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই তার নামে এই বানানেই নাম রাখলাম।’"
এই ভাবে, ফুটবল এবং সংগীতের দুই কিংবদন্তির নামের মিল ঘটেছে, যা সবার কাছে একটি সুন্দর এবং চমকপ্রদ গল্প হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পিএসএল ২০২৫: রিশাদ হোসেনের প্রথম অনুশীলনেই দুর্দান্ত বোলিং
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন
- সম্প্রীতির ডাক: জাতির উদ্দেশে সেনাপ্রধানের হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা
- কঠোর অভিযানে কাঁপছে সৌদি—প্রবাসীদের জন্য দুঃসংবাদ
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- শিকাগো বনাম মায়ামি ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় মোড়
- মিউচুয়াল ফান্ড খাতের ভবিষ্যত হুমকির মুখে, কর সুবিধা বাতিলের প্রস্তাব
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ