ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ২০:৪৬:৪০
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ খবর দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পূর্ব নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট ২০২৫ তারিখে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে এই পরীক্ষা ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ ১৩ এপ্রিল, রবিবার, এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে পিএসসি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএস নিয়ে তৈরি হওয়া প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের জন্য কাজ করছে পিএসসি। প্রার্থীদের উদ্বেগ ও বিভ্রান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে জট খুলে দিতে কমিশনের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা প্রয়োজন হয়, যেমন—প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ, পরীক্ষাকেন্দ্র নির্ধারণ ইত্যাদি।

কমিশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, বিসিএস সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) নিয়মিত ভিজিট করার আহ্বান জানানো হয়েছে। অন্য কোনো অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

কমিশন আশাবাদী, সময়মতো ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে তারা সক্ষম হবে। পরীক্ষার্থীদের মধ্যে যে অনিশ্চয়তা বিরাজ করছে, তা দূর করতে কমিশন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংক্ষেপে:

পূর্বঘোষিত তারিখ: ২৭ জুন ২০২৫

নতুন তারিখ: ৮ আগস্ট ২০২৫

কারণ: ৪৪-৪৬তম বিসিএসের জট নিরসন

তথ্যসূত্র: www.bpsc.gov.bd

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ