ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেটাই নির্বাচনের রোড ম্যাপ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ১৯:৫০:১৪
প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেটাই নির্বাচনের রোড ম্যাপ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ডিসেম্বর থেকে জুন সময়কালকেই নির্বাচনের রোড ম্যাপ হিসেবে বিবেচনা করা উচিত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ সভায় তিনি বলেন, “দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায়। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নির্বাচন অপরিহার্য। তবে তার আগে জরুরি কিছু সংস্কার সম্পন্ন করতে হবে। এটি আজ দেশের মানুষের প্রত্যাশা।”

তিনি বলেন, “প্রফেসর ইউনূস যে সময়কে সম্ভাব্য নির্বাচনকাল হিসেবে উল্লেখ করেছেন, সেটাই আমাদের রোড ম্যাপ। কে কী বললেন, সেটা দেখার প্রয়োজন নেই।”

সংস্কারের বিষয়ে গিয়াস কাদের বলেন, “পঞ্চম সংবিধান সংশোধনী হতে পারে সংস্কারের ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মূলনীতি সংবিধানে যুক্ত করেছিলেন— বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আল্লাহর ওপর আস্থা— তা নিয়ে কারও দ্বিমত নেই। ১৯৭৫ সালে পটপরিবর্তনের পর এসব মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হয়। এখন সেই পথ ধরেই সংস্কার এগিয়ে নেওয়া যেতে পারে।”

প্রধান উপদেষ্টা ইউনূসের প্রশংসা করে তিনি বলেন, “এই সরকার কিছু ভালো কাজ করছে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেসব ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং মেধাবীদের দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া— এ পদক্ষেপগুলো প্রশংসনীয়।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং চীনে তাকে দেওয়া সম্মান নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। গিয়াস কাদের বলেন, “প্রফেসর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন। তিনি বাংলাদেশের পক্ষে ন্যায্য কথা বলছেন।”

আধিপত্যবাদ বিরোধী অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে— আমাদের রাজনৈতিক মতভেদ থাকলেও, জাতীয় স্বার্থে আমরা এক কাতারে দাঁড়াতে পারি। এটা আধিপত্যবাদী শক্তির জন্য একটি স্পষ্ট বার্তা।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। এতে আরও বক্তব্য দেন সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাব সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, মইনুদ্দিন কাদেরী শওকত, রফিকুল ইসলাম সেলিম এবং সোহাগ কুমার বিশ্বাস।

মোঃ গিয়াস উদ্দীন/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ