ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ১৯:১৯:৪৮
প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশ নারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেলানি।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান রাবেয়া। ইনিংসের সেরা এই বোলার ১০ ওভারে মাত্র ৪০ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় টাইগ্রেসরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ তুলে দেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। উইকেটরক্ষক হান্টারের হাতে সহজ ক্যাচ দিয়ে ‘ডাক’ মারেন তিনি। আউট হওয়ার সময় ইনিংসের মাত্র তৃতীয় বল চলছিল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২ রান। উইকেটে আছেন ইশমা তানজিম ও শারমিন আক্তার। লক্ষ্য এখনও অনেক দূরের, তবে বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় সম্ভব বলেই আশাবাদী টাইগ্রেস সমর্থকরা।

বিশ্বকাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের জন্য প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। উত্তেজনা ছড়ানো ম্যাচে দেখার পালা— টাইগ্রেসরা কি পারবে আইরিশদের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করতে?

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ