ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

চিকেন নেক করিডোরে যুদ্ধপ্রস্তুতি! বাংলাদেশে চীনা ঘাঁটির খবরে তড়িঘড়ি দিল্লি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১২ ২১:৫০:০১
চিকেন নেক করিডোরে যুদ্ধপ্রস্তুতি! বাংলাদেশে চীনা ঘাঁটির খবরে তড়িঘড়ি দিল্লি

নিজস্ব প্রতিবেদক: নেক করিডোর। বাংলাদেশ ও চীনের সম্ভাব্য ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে এবার এই এলাকাকে সুরক্ষিত রাখতে রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারত।

কী হচ্ছে ভারতের ‘চিকেন নেক’ করিডোরে?

‘চিকেন নেক’ নামে পরিচিত এই করিডোরটি মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত। এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের—যাদের ‘সেভেন সিস্টার্স’ বলা হয়—সাথে সংযুক্ত রাখে। কৌশলগত এই করিডোরটি বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের মতো দেশের সীমানার খুব কাছাকাছি হওয়ায় ভারত সবসময় একে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগে থাকে।

আর এবার সেখানে মোতায়েন হলো এস-৪০০ ট্রায়াম্ফ—বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ৪০০ কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত ও বহুমুখী আক্রমণ প্রতিহত করার সক্ষমতাসম্পন্ন এই সিস্টেম ভারতকে একটি বড় প্রতিরক্ষা বলয় দিচ্ছে। সঙ্গে রয়েছে রাফাল যুদ্ধবিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, এবং ড্রোন স্কোয়াড—যার মাধ্যমে পুরো অঞ্চলজুড়ে তৈরি হয়েছে একপ্রকার দুর্গ।

চীন-বাংলাদেশ ঘনিষ্ঠতা নিয়ে কী ভাবছে ভারত?

ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক গভীর হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে—চীনের সহায়তায় বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ এবং ৩২টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে এবং বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে ইতিবাচক মন্তব্য করেন, যেখানে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের বিষয়টি উঠে আসে। ভারত এটাকে চীনের প্রভাব বিস্তারের সম্ভাব্য রুট হিসেবে দেখছে।

কেন এত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’?

এই করিডোর যদি কোনওভাবে প্রতিপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যই ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারত একে ‘লাইফলাইন’ হিসেবে দেখে এবং চায় এখানে কোনো চীন-মার্কা কৌশলগত অনুপ্রবেশ না ঘটুক।

পাল্টা প্রস্তুতি নিচ্ছে ভারত

চিকেন নেক ঘিরে প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি ভারত নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে রাডার সিস্টেম, বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মন্তব্য

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এতদিন পর্যন্ত বাংলাদেশ ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের জন্য একধরনের 'ঢাল' হিসেবে কাজ করলেও, বর্তমানে ভারতের কাছে বাংলাদেশ একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে চীনের "বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ" (BRI)-এর আওতায় অঞ্চলটিতে চীনের সম্ভাব্য অংশগ্রহণ ভারতকে চিন্তিত করে তুলেছে।

ভারতের চোখে এখন ‘চিকেন নেক’ করিডোর শুধু একটি ভূখণ্ড নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রাণকেন্দ্র। আর বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে সেখানে আগেভাগেই প্রতিরক্ষা বলয় তৈরি করছে দিল্লি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই করিডোর যে আরও দীর্ঘ আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।

মো: রাজিব আলী/

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ