ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

তামিমের সেঞ্চুরিতে গুলশানের সুপার লিগ নিশ্চিত!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১২ ১৫:৫৫:০৭
তামিমের সেঞ্চুরিতে গুলশানের সুপার লিগ নিশ্চিত!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের প্রথম দিনে আজ বিকেএসপির মাঠে উজ্জ্বল এক মুহূর্ত উপহার দিলেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ২১১ রানের লক্ষ্য chase করতে নেমে নিজের ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি তুলে নেন তিনি, যা গুলশান ক্রিকেট ক্লাবকে সুপার লিগে যাওয়ার দোরগোড়ায় নিয়ে যায়।

প্রাইম ব্যাংকের ইনিংস শেষে গুলশান যখন ব্যাট করতে নামে, তখনই শুরু থেকে দলের আশা ছিল তামিমের উপর। তার সঙ্গী জাওয়াদ আববার ৩২ রানে ফিরে গেলেও তামিম ছিলেন অবিচল। প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে তার ব্যাটে একের পর এক মেরেছিল দৃষ্টিনন্দন শট। তবে ৯৯ রানে পৌঁছানোর পর তামিম যেন রূপান্তরিত হলেন! শামীম পাটোয়ারীর বল উড়িয়ে ছক্কা মেরে সেঞ্চুরির পথে আরো এক ধাপ এগিয়ে যান। একের পর এক ঝড়ো শটে পূর্ণ করেন সেঞ্চুরি—১০৩ বলের এক অসাধারণ ইনিংস!

তবে সেঞ্চুরি করার পরেও বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ১০৭ বলের দীর্ঘ ইনিংস শেষে ১০৫ রান করে বিদায় নেন তামিম। তবে, তার সেই অনবদ্য সেঞ্চুরির মাধ্যমে গুলশান ক্রিকেট ক্লাবের জয় নিশ্চিত হয়ে যায়, এবং সুপার লিগে খেলার পথে একটি বড় পদক্ষেপ নেয়।

আজকের সেঞ্চুরি শুধুমাত্র তামিমের জন্যই একটি বিশেষ অর্জন নয়, গুলশান ক্রিকেট ক্লাবের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। ম্যাচে জয় পেলেই তারা সুপার লিগে জায়গা করে নেবে, আর তামিমের এই সেঞ্চুরি সে পথে এগিয়ে যাওয়ার সঠিক চালিকা শক্তি।

এবার গুলশান ক্রিকেট ক্লাবের জন্য অপেক্ষা আরও একটি বড় বিজয়ের। এখন সময় এসেছে এই চমৎকার সেঞ্চুরির স্মৃতি ধরে রেখে সুপার লিগে তাদের আরও দুর্দান্ত এক অভিযানের শুরু করতে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ