মিরপুরে হাজির তামিম, বললেন ‘ভালো আছি

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। আর ফিরে এসেই চলে গেলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দেশের এই তারকা ক্রিকেটার। জানালেন, এখন তিনি সুস্থ আছেন।
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ শুরুর আগে দুই দফায় হার্ট অ্যাটাক করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। মাঠে নামার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে তাঁকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে, তাঁর একটি প্রধান রক্তনালীতে শতভাগ ব্লক রয়েছে। সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়। এরপর তাঁকে স্থানান্তর করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা তখনই জানান, তামিম আপাতত ঝুঁকিমুক্ত, তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন।
পরে ৭ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় এই অভিজ্ঞ ওপেনারকে। সেখানে সম্পূর্ণ মেডিকেল চেকআপ শেষে আজ (১২ এপ্রিল) তিনি দেশে ফেরেন।
দেশে ফিরেই তামিম যান তাঁর দ্বিতীয় ঠিকানা—মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। অনেকে ভেবেছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে মোহামেডানের খেলা দেখতে গেছেন। তবে বাস্তবতা ভিন্ন। তিনি যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে।
তাঁর হঠাৎ স্টেডিয়ামে আগমন স্বভাবতই চমকে দেয় উপস্থিত ক্রিকেটপ্রেমীদের। হাসিমুখে উপস্থিত তামিম যেন নিজের মুখেই বলে গেলেন—
“আমি এখন ভালো আছি”।
এর আগেই তামিমের চাচা, সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছিলেন—
“সিঙ্গাপুরে গিয়ে ওর পুরো চেকআপ হয়েছে। আল্লাহর রহমতে সবকিছু ভালো। আপনারা দোয়া করবেন।”
আজ তামিম নিজেই এসে সেই কথা নিশ্চিত করলেন।
তামিমের ফিরে আসা শুধু সুস্থতা নয়, এক সাহসী প্রত্যাবর্তন
ক্রিকেটারদের জীবনে ইনজুরি নতুন কিছু নয়। তবে হার্ট অ্যাটাকের মতো ঘটনা একজন অ্যাথলেটের জন্য বড় ধাক্কা। তামিম সেই ধাক্কা সামলে ফিরেছেন, ভেঙে পড়েননি। তাঁর মিরপুরে ফেরা ছিল নিছক এক সফর নয়, এটি ছিল মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রকাশ।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক হামজার কাছেই হারলো সিঙ্গাপুর, সুখবর পেল বাংলাদেশ
- পিএসএল ২০২৫: রিশাদ হোসেনের প্রথম অনুশীলনেই দুর্দান্ত বোলিং
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন
- আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- মিউচুয়াল ফান্ড খাতের ভবিষ্যত হুমকির মুখে, কর সুবিধা বাতিলের প্রস্তাব
- বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান: ম্যাচ পরিসংখ্যান, দল সংবাদ ও সম্ভাব্য একাদশ
- ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, ১৬ ওভার শেষে দেখেনিন স্কোর
- ৮ মাসে বাংলাদেশ ১২৩তম থেকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্র হয়েছে
- ৯৩ হাজার ছুঁয়ে এবার ৬১ হাজারে, সোনার দামে আসছে বড়সড় ধস
- প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট হালনাগাদ এখন ঘরে বসেই
- আর্সেনাল বনাম ব্রেন্টফোর্ড: আজকের ম্যাচের একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রিভিউ
- জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা