ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১০ ১৪:৩০:৫৯
নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই বাজিমাত করলো বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশের নারী দল—যা দেশের ওয়ানডে ইতিহাসে নারীদের সর্বোচ্চ দলীয় রান!

প্রথমবারের মতো ২৭০ ছুঁলো বাংলাদেশ

এর আগে বাংলাদেশের নারীরা কখনও ওয়ানডেতে ২৫২ রানের বেশি করতে পারেনি। সেই রেকর্ড এবার ভাঙলেন জ্যোতিরা। ২০২৩ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ২৫২ রানের রেকর্ডকে পেছনে ফেলে দিলো এই নতুন উচ্চতা।

শুরুতে ধাক্কা, এরপর ইতিহাস

শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের চতুর্থ ওভারেই ফিরে যান ওপেনার ইশমা তানজিম। মাত্র ৮ রান করে পানিতা মায়ার বলে ক্যাচ দেন উইকেটের পেছনে।

কিন্তু এরপর মাঠে নামে ঘুরে দাঁড়ানোর গল্প। ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা গড়ে তোলেন ১০৪ রানের শক্ত এক জুটি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ফারজানা, খেলেন ৫৩ রানের ইনিংস। তবে দিনের সবচেয়ে বড় গল্পটা লিখলেন জ্যোতি।

জ্যোতির স্বপ্নের সেঞ্চুরি

অধিনায়ক জ্যোতি নামেন তিন নম্বরে। শুরু থেকেই আগ্রাসী ছিলেন। ব্যাটে-বলে ছড়িয়েছেন আত্মবিশ্বাস। ৮০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায়। ইনিংসের একদম শেষ বলে ফিরে গেলেও এর মধ্যেই গড়ে ফেলেছেন ইতিহাস।

ওয়ানডেতে এটিই তার প্রথম সেঞ্চুরি, যদিও টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরির অভিজ্ঞতা রয়েছে। এমন এক মঞ্চে, এমন দায়িত্বপূর্ণ ইনিংস নিঃসন্দেহে তাকে আলাদা মর্যাদা এনে দেবে।

শারমিনের অবদানও চোখে পড়ার মতো

ইনিংসের আরেক নায়ক শারমিন আক্তার সুপ্তা। তিনি ছিলেন অবিচল। ১২৬ বল মোকাবিলা করে অপরাজিত থাকেন ৯৪ রানে। ইনিংসে ছিল ১১টি চারের মার। জ্যোতির সঙ্গে তার ১৫২ রানের জুটিটাই মূলত গড়ে দিয়েছে দলের রেকর্ড স্কোরের ভিত।

প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাসের জোগান

এই ম্যাচে নামার আগেই স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাঘিনীরা। সেই আত্মবিশ্বাস এবার রূপ নিল দৃঢ়তায়, এবং দৃঢ়তা রূপ নিল রেকর্ডে।

ম্যাচ সংক্ষেপ:

বাংলাদেশ নারী দল: ২৭১/৩ (৫০ ওভার)

জ্যোতি: ১০১ (৮০ বল, ১৫ চার, ১ ছক্কা)

শারমিন: ৯৪* (১২৬ বল, ১১ চার)

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ