
MD. Razib Ali
Senior Reporter
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর: পিআর আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রবাসী নাগরিকদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা পিআর (স্থায়ী বাসিন্দা) আবেদনের ভাগ্য এবার চূড়ান্ত হতে চলেছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে, দেশটির নাগরিকদের সঙ্গে বিবাহসূত্রে থাকা বিদেশি নাগরিকদের পিআর আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। ২০২৫ সালের জুনের মধ্যে ১৭,৪১১টি আবেদনের মধ্যে বাকি থাকা ১১,৭২৫টি আবেদন নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।
২০১৪ সাল থেকে জমাকৃত পিআর আবেদনের মধ্যে ইতোমধ্যে ৫,৬৮৬টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এই আবেদনগুলোর অবশিষ্ট অংশ দ্রুত নিষ্পত্তি করার জন্য ২০২৪ সালের শেষদিকে গঠন করা হয়েছে ১২ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি। বিশেষ এই কমিটি আবেদন যাচাই, তথ্য বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কাজে নিয়োজিত রয়েছে।
নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, সকল আবেদনই প্রথমে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (PDRM) কর্তৃক নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে অনুমোদন পায়। নিরাপত্তা সংক্রান্ত কারণে কিছু আবেদন বাতিল হতে পারে। তবে, সেই ক্ষেত্রে আবেদনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুনরায় আবেদন করতে পারবেন।
নতুন নিয়ম: পরিবারের কল্যাণে সিদ্ধান্ত
মালয়েশিয়া সরকার নতুন নিয়মও চালু করেছে। নাগরিকদের স্ত্রীরা মালয়েশিয়ায় প্রবেশের পর তিন বছরের বসবাসের মেয়াদ পাবেন, যেখানে নাগরিকদের স্বামীদের জন্য এই মেয়াদ হবে পাঁচ বছর। এই সিদ্ধান্তটি পরিবার ও সন্তানের কল্যাণ বিবেচনায় নেওয়া হয়েছে।
পিআর আবেদন দ্রুত নিষ্পত্তি:
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন আবেদনগুলো মাত্র ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এই উদ্যোগ মালয়েশিয়া সরকারের সেবার মানোন্নয়ন প্রক্রিয়ার অংশ এবং প্রবাসীদের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন থেকে মালয়েশিয়ার নাগরিকদের পরিবার ও প্রবাসীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, যা তাদের মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ