ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আজকের খেলা: ক্রিকেট ও ফুটবল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১০ ১০:৩৪:২৯
আজকের খেলা: ক্রিকেট ও ফুটবল

নিজস্ব প্রতিবেদক: আজকের দিনটি নানা খেলার আয়োজনের মধ্যে, ক্রিকেট ও ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নজর কেড়েছে। ক্রিকেটের নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শুরু করে, ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং আইপিএলের বড় খেলা, সবকিছুই আজ সারা দিন টিভিতে সম্প্রচারিত হবে। ফুটবলেও ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় ম্যাচগুলো দেখতে পারবেন।

সময়ম্যাচচ্যানেল
১০:৩০ মি. বাংলাদেশ–থাইল্যান্ড, নারী বিশ্বকাপ বাছাই আইসিসি ডট টিভি, স্পোর্টজেডএক্স অ্যাপ
৯:০০ টা লিজেন্ডস অব রূপগঞ্জ–ব্রাদার্স (ঢাকা প্রিমিয়ার লিগ) টি স্পোর্টস
৯:০০ টা গাজী গ্রুপ–পারটেক্স (ঢাকা প্রিমিয়ার লিগ) টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
৯:০০ টা ধানমন্ডি–রূপগঞ্জ টাইগার্স (ঢাকা প্রিমিয়ার লিগ) টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
৮:০০ টা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–দিল্লি ক্যাপিটালস (আইপিএল) স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস
সময়ম্যাচচ্যানেল
১:০০ টা লিওঁ–ম্যানচেস্টার ইউনাইটেড (উয়েফা ইউরোপা লিগ) সনি স্পোর্টস টেন ২
১:০০ টা টটেনহাম–ফ্রাঙ্কফুর্ট (উয়েফা ইউরোপা লিগ) সনি স্পোর্টস টেন ১
১:০০ টা রেঞ্জার্স–অ্যাথলেটিক বিলবাও (উয়েফা ইউরোপা লিগ) সনি স্পোর্টস টেন ৫

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ