দুর্দান্ত কামব্যাক! মেসির ম্যাজিকেই সেমিফাইনালে ইন্টার মায়ামি

নিজস্ব প্রতিবেদক: আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা! লিওনেল মেসির জোড়া গোলের নায়কোচিত পারফরম্যান্সে নাটকীয়ভাবে লস অ্যাঞ্জেলেস এফসি-কে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৫-এর সেমিফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি।
দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় তুলে নিয়ে অ্যাগ্রিগেট স্কোরে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ডেভিড বেকহ্যামের দল।
প্রথমেই ধাক্কা, এরপর মেসি ম্যাজিক
প্রথম লেগে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে ঘরের মাঠে ফিরেছিল ইন্টার মায়ামি। তবে ফিরতি ম্যাচে মাত্র ৯ মিনিটেই আরও এক গোল হজম করে চাপে পড়ে যায় দলটি। LAFC-এর হয়ে গোল করেন অ্যারন লং।
তবে ম্যাচের ৩৫ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে প্রাণ ফিরে দেন লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর সুনিপুণ শটে গোলরক্ষক হুগো লরিস ছিলেন অসহায়।
নাটকীয় গোল, বাতিল সুয়ারেজের শট, আর পেনাল্টির রোমাঞ্চ
দ্বিতীয়ার্ধে ২-১ গোলের লিড নেয় মায়ামি, যখন নোয়া অ্যালেনের ক্রস গোল হয়ে যায় গোলরক্ষক ও ডিফেন্ডারদের স্পর্শ না করেই।
মেসির ক্রস থেকে লুইস সুয়ারেজ একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।
শেষদিকে বক্সে হ্যান্ডবল করে বসেন মারলন। VAR দেখে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে, ৮৪তম মিনিটে সেই স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৩-১ এ এগিয়ে যায় মায়ামি, এবং ৩-২ অ্যাগ্রিগেট স্কোরে জয় নিশ্চিত হয়।
গোলরক্ষকের নায়কোচিত অবদান
শেষ মুহূর্তে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা করে LAFC। তবে মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি তিনটি দুর্দান্ত সেভ করে নিশ্চিত করেন দলের জয়।
পরবর্তী লক্ষ্য: ফাইনাল!
এই জয়ে প্রথমবারের মতো কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠল ইন্টার মায়ামি। প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে অন্য কোয়ার্টার ফাইনালের ফলাফলের ভিত্তিতে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা