ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

হঠাৎ দুদকে এনসিপির হাসনাত ও সারজিস, জমা দিলেন ‘গোপন’ অভিযোগ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০৯ ১৬:২২:১৭
হঠাৎ দুদকে এনসিপির হাসনাত ও সারজিস, জমা দিলেন ‘গোপন’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। দীর্ঘ আলোচনার পর আড়াইটার দিকে তারা বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ জানান, তারা কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদকে এসেছেন এবং সেগুলো লিখিতভাবে জমা দিয়েছেন। তবে অভিযোগের ধরন বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ—সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না। তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’

অপর এক প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকেই সাম্রাজ্য গড়ে তুলেছেন। আবার অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানিও করা হয়েছে। আমরা চাই না এমনটা আর হোক। আমরা মনে করি, দুদক এখন জনগণের বিশ্বাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।’

দুদক কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনার বিষয়বস্তু ও অভিযোগের বিস্তারিত সম্পর্কে তারা কিছু বলতে চাননি।

এ বিষয়ে দুদকের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মোঃ আহসান আহমেদ/

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ