প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে তিন পদ্ধতি যাচাই করছে ইসি

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতিই বর্তমানে কমিশনের বিবেচনায় রয়েছে। তবে কোনটি কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য, তা নির্ধারণে চলছে গবেষণা ও কারিগরি বিশ্লেষণ।
বুধবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, "প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার কথা বলেছেন। আমরা বিশ্বের ১৭৮টি দেশের নির্বাচন ব্যবস্থার ওপর স্টাডি করেছি, যেখানে ১১৫টি দেশ প্রবাসীদের ভোটের সুযোগ দিয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো দূতাবাসে গিয়ে ভোট দেওয়া, এরপর পোস্টাল ব্যালট এবং তারপর অনলাইন ও প্রক্সি ভোটিং।"
তিনি বলেন, "তিনটি পদ্ধতিরই কিছু সুবিধা ও কিছু সীমাবদ্ধতা রয়েছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরে এ বিষয়ে আলোচনার পর আজ আমরা একটি কর্মশালার আয়োজন করেছি। এতে ঢাবি, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ১০টি টিম অংশ নেয় এবং পদ্ধতিগুলোর ওপর উপস্থাপনা দেয়।"
নির্বাচন কমিশনার আরও বলেন, "যে পদ্ধতি-ই গ্রহণ করা হোক না কেন, প্রবাসীদের অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। একটি মাত্র পদ্ধতি বাংলাদেশে কার্যকর হবে না, বরং মিশ্র পদ্ধতিই নিতে হবে। প্রতিটি পদ্ধতির জন্য ‘মক টেস্টিং’ প্রয়োজন এবং তা পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে শুরু করতে হবে।"
অনলাইন ভোটিং প্রসঙ্গে তিনি বলেন, "অনলাইন ভোটিং এখনো বিশ্বজুড়ে খুব একটা জনপ্রিয় হয়নি। অনেক দেশ কয়েক বছর ধরে এটি ব্যবহার করছে, কিন্তু নানা সীমাবদ্ধতায় রয়েছে। আমাদেরও এই পদ্ধতিগুলোর ফাইন টিউন করতে হবে।"
প্রক্সি ভোটিং প্রসঙ্গে আবুল ফজল বলেন, "বর্তমানে প্রায় ২৫টি দেশ প্রক্সি ভোটিং চালু করেছে। যদি সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে প্রক্সি ভোটই একমাত্র উপায় হতে পারে। তবে এটাতেও ঝুঁকি রয়েছে, যেগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে।"
তিনি বলেন, "আমাদের অগ্রাধিকার হচ্ছে বড় পরিসরে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা। সেক্ষেত্রে প্রক্সি পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে অ্যাডভাইজরি কমিটির সুপারিশের ওপর।"
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্বের প্রায় সব দেশ শুধু জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার দেয়। আমরাও প্রাথমিকভাবে জাতীয় নির্বাচনেই এটি প্রয়োগ করতে চাই। তারপর স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তা করা যাবে।"
পদ্ধতিগুলো কবে নাগাদ চালু হতে পারে, এমন প্রশ্নে আবুল ফজল বলেন, "সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময় বলা যাবে না। নির্বাচন সংস্কার কমিশন পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের পরামর্শ দিয়েছে এবং তারা আটটি ধাপে ট্রায়ালের কথা বলেছে। এই ট্রায়াল কতদিন চলবে, সেটাও এখন বলা যাচ্ছে না। এটা প্রযুক্তিগত বিশেষজ্ঞরাই নির্ধারণ করবেন।"
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন