১৮ বছরের আইপিএল ইতিহাসে কঠিন শোচনীয় অবস্থায় চেন্নাই, মিস করছে মুস্তাফিজকে

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ১৮ বছরের ইতিহাসে চেন্নাই সুপার কিংস এবার কঠিন শোচনীয় অবস্থায় পড়েছে। তারা পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে। গত ২০২২-২৩ আসরের পর এবারই চেন্নাইকে এমন দুরাবস্থার মুখোমুখি হতে হলো। ১৮ বছরের আইপিএল ইতিহাসে চেন্নাই কেবল চতুর্থবারের মতো এমন পরিস্থিতির শিকার হয়েছে। আর এই ব্যর্থতার কারণ কি?
বিশ্লেষণে সবার আগে উঠে আসে ছক্কার কম সংখ্যা। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বড় শট খেলার প্রতিযোগিতা, কিন্তু চেন্নাই সুপার কিংস যেন এই দিক থেকে অনেকটাই পিছিয়ে। পাঁচ ম্যাচ শেষে চেন্নাইয়ের ব্যাটাররা মাত্র ৩১টি ছক্কা হাঁকাতে সক্ষম হয়েছে, যা গড়ে প্রতি ম্যাচে মাত্র ৬টি করে ছক্কা। এই পরিসংখ্যান তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারের আইপিএলে ছক্কার তালিকায় চেন্নাই সুপার কিংস রয়েছে নিচের দিকেই, আর তাদের পেছনে রয়েছে কেবল দিল্লি ক্যাপিটালস, যারা ৩ ম্যাচ খেলে ২৮টি ছক্কা হাঁকিয়েছে।
এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যারা ৫৮টি ছক্কা মারতে সক্ষম হয়েছে। এর পর পাঞ্জাব কিংস (৪৭), রাজস্থান রয়্যালস (৪৪), ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৪১) রয়েছে। এসব দলের তুলনায় চেন্নাইয়ের ৩১টি ছক্কা বেশ কম।
আরেকটি কারণ, চেন্নাইয়ের পেস আক্রমণও বেশ দুর্বল। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে চেন্নাই হয়ত মিস করছে। গেল আসরে মুস্তাফিজ ৯ ম্যাচে ২৩ এর কম গড়ে ৯ উইকেট নিয়েছিলেন, ইকোনমি ছিল ৯.২৬। কিন্তু চলতি আসরে চেন্নাইয়ের পেস বোলিং বিভাগের অবস্থা বেশ শোচনীয়।
চেন্নাইয়ের মূল পেসার খলিল আহমেদ ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে ভালো পারফর্ম করেছেন, গড় ১৬.৫০ এবং ইকোনমি ৮। কিন্তু অন্য পেসারদের অবস্থা অনেক খারাপ। মাথিশা পাথিরানা ৪ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন, তবে তার গড় ২৯ এবং ইকোনমি প্রায় ১০। মুকেশ চৌধুরী ৭১ গড় এবং ১১.৮৩ ইকোনমি রেটে রান খরচ করছেন। আরও বড় কথা, ইংলিশ পেসার স্যাম কারান এবং জেমি ওভারটন এখনও কোনো উইকেট পাননি।
এই পরিস্থিতিতে, চেন্নাই সুপার কিংসের জন্য মুস্তাফিজুর রহমানকে মিস করা একেবারে অস্বাভাবিক নয়। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের জন্য, এমন দুরাবস্থায় মুস্তাফিজের অভাব আরও বেশি চোখে পড়ছে।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন