ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

গরমে ক্রিকেট খেলা নিয়ে এবার মুখ খুললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০৬ ১৪:৪৯:০৩
গরমে ক্রিকেট খেলা নিয়ে এবার মুখ খুললেন তামিম

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। রোববার থেকে শুরু হয়েছে সুপার লিগ পর্বের লড়াই। তবে খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রচণ্ড গরম। মিরপুরের অনুশীলন শেষে এ বিষয়েই আলোকপাত করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, “ঈদের আগে আবহাওয়া এতটা গরম ছিল না। কিন্তু এখন মাঠে নামার আগেই বোঝা যাচ্ছে কতটা তাপমাত্রা বেড়েছে। আমরা গত দুই দিন প্র্যাকটিস করেছি, প্রচণ্ড গরম অনুভব করেছি। তাই এখন আমাদের ফোকাস রিকভারির দিকে। যতটা সম্ভব হাইড্রেটেড থাকা, বিশ্রাম নেওয়া—এসব বিষয়েই গুরুত্ব দিচ্ছি। শরীর ভালো থাকলে মাঠে পারফরম্যান্সও ভালো হবে।”

ডিপিএলে নামি দামি স্কোয়াড থাকা সত্ত্বেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি রূপগঞ্জ। এ পর্যন্ত চারটি ম্যাচে জয় পেলেও আরও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন তামিম। “কাগজে কলমে আমরা ভালো দল, ব্যালেন্সও ভালো। কিন্তু কিছু ম্যাচে আমাদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিশেষ করে দুই-তিনটি ম্যাচে আমরা একদমই আমাদের সেরাটা দিতে পারিনি। তবে ঈদের বিরতির পর সবাই নতুন উদ্দীপনায় ফিরেছে, ফ্রেশ লাগছে। আমরা চাই কালকের ম্যাচ দিয়েই নতুন করে শুরু করতে।”

পরিকল্পনা এখন ম্যাচ ধরে ধরে এগোনোর, বললেন তামিম। “এই মুহূর্তে আমরা বড় কোনো লক্ষ্য নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচে যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে একটা ইতিবাচক ধারায় আসতে পারব। সেখান থেকে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে।”

তীব্র গরমের মধ্যেও দলে ইতিবাচক মনোভাব বজায় রাখতে চাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। এখন দেখার বিষয়, মাঠে তারা সেটি কতটা কাজে লাগাতে পারেন।

মোঃ রাজিব/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ