সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু: ভক্তদের শোক ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘সিআইডি’ এর প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমন চরিত্রটি দর্শকদের মনে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। ১৯৯৮ সাল থেকে এই চরিত্রে অভিনয় করে আসছিলেন অভিনেতা শিবাজী সতম। তার অসামান্য অভিনয় ও দুর্দান্ত নেতৃত্ব গুণে এসিপি প্রদ্যুমন চরিত্রটি ছিল সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু গত ৫ এপ্রিল, সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে এবং আর তার চরিত্রে অভিনয় করবেন না শিবাজী সতম।
সনি টিভির পোস্টে জানানো হয় যে, শিবাজী সতম নিজেই এই চরিত্র থেকে বিরতি চেয়েছিলেন, আর তার কারণেই পর্দায় এসিপি প্রদ্যুমনের মৃত্যু দেখানো হয়েছে। এই ঘোষণার পর সিআইডি ভক্তরা সোশ্যাল মিডিয়াতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, শিবাজী সতমের অভিনয় করা এই চরিত্রটির সঙ্গে একটি পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই এটি মেনে নিতে পারছেন না তারা।
প্রথমে সিআইডি’র শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা এসিপি প্রদ্যুমনকে একটি বিস্ফোরণের ফাঁদে ফেলেন, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়। এরপর সনি টিভি তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। পোস্টে লেখা ছিল, “একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমনের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।”
এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভের স্রোত বয়ে যাচ্ছে। অনেক ভক্তের মতে, সনি টিভি এবং সিআইডি নাটক শুধু একটি চরিত্রই হারায়নি, বরং তারা একটি ঐতিহাসিক মুহূর্তেরও অবসান ঘটিয়েছে। এক ভক্ত লিখেছেন, "এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটি সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যুও।"
এছাড়া, সিআইডি সিরিয়ালটির নির্মাতা বিপি সিং জানিয়ে দিয়েছেন যে, এই ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে এবং এর মোট পর্বের সংখ্যা প্রায় ১৬০০টি। দীর্ঘ সময় ধরে চলা এই সিরিয়ালটি ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘতম চলমান নাটক।
শিবাজী সতম ২৭ বছর ধরে এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয় করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার অভিনীত চরিত্রটি প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব এবং ন্যায়বোধের এক অমর প্রতীক হয়ে উঠেছিল। তবে, অভিনেতা নিজেই এই চরিত্র থেকে বের হতে চাইছিলেন, যার ফলে দর্শকদের সঙ্গেই তার অভিনয় জীবনও শেষ হয়ে গেল।
এটি শুধু একটি চরিত্রের শেষ নয়, বরং ‘সিআইডি’ নাটক এবং তার সাথে জড়িয়ে থাকা এক যুগেরও অবসান।
মোসাঃ ফারিয়া/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- সোনার বাজার: বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত
- দুই কোম্পানিতে শেয়ারবাজার ডুবেছে : আতঙ্কিত বিনিয়োগকারীরা