ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অবশেষে বিয়ে করলেন শামীম হাসান সরকার, সামনে এলো স্ত্রীর পরিচয়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০৫ ১০:৩০:০৮
অবশেষে বিয়ে করলেন শামীম হাসান সরকার, সামনে এলো স্ত্রীর পরিচয়

নিজস্ব প্রতিবেদক:

নাটক নয়, এবার বাস্তবেই নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় এই অভিনেতা

শোবিজ অঙ্গনে কখনও মজার ভিডিও, কখনও নাটকীয় স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকেন অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতি তার ফেসবুকে কিছু বিয়ের ছবি ও একটি বিবাহের হলফনামা প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা—সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি আবারও রসিকতা?

প্রথমে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও শুক্রবার (৪ এপ্রিল) রাতে নিজেই তা স্পষ্ট করেন এই তারকা। ফেসবুকে ‘Got Married’ স্ট্যাটাস দিয়ে বিয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। এবার আর কোনো নাটকের দৃশ্য নয়—বাস্তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শামীম হাসান সরকার।

কে এই আফসানা প্রীতি?

শুরুতে স্ত্রীর পরিচয় গোপন রাখলেও, অনুসন্ধানে জানা যায়—শামীমের স্ত্রীর নাম আফসানা প্রীতি। তিনি ফরিদপুরের মেয়ে এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার ফেসবুক প্রোফাইলে এখন বিয়ের ছবিই প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে।

ভক্তদের প্রতিক্রিয়া: নাটক নাকি সত্য?

সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম হাসান সরকার প্রায়ই বিয়ে নিয়ে রসিকতা করে থাকেন। এমনকি কিছু নাটকের দৃশ্য ব্যবহার করে মজার পোস্টও করেছেন আগে। তাই এবার বিয়ের খবরটি প্রথমে অনেকেই বিশ্বাস করেননি। অনেকে মন্তব্য করেছেন—“আবারও নাটক বুঝি!”

আরও পড়ুন:

৫ দিনে বক্স অফিস আয়: শাকিব খানের ‘বরবাদ’ বক্স অফিসে নতুন রেকর্ড গড়ছে!

কিন্তু রাত পোহাতেই সত্য প্রকাশ পায়। অনেকে জানিয়েছেন—“যদি এটাই সত্যি হয়, তাহলে আমরা খুব খুশি। নবদম্পতিকে অনেক অনেক শুভকামনা।”

ভক্তদের উদ্দেশ্যে শামীমের বার্তা?

যদিও এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেননি, তবে অনেকেই আশা করছেন, নতুন জীবনের এই যাত্রায় শামীম ও প্রীতির কাছ থেকে আসবে একটি বিশেষ ভিডিও বা পোস্ট।

নাটকের বাইরে এবার বাস্তবেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা শামীম হাসান সরকার। ভক্তরা যেমন অবাক, তেমনি খুশি। নতুন জীবন শুরু করায় শামীম ও আফসানাকে রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

মো: রাজিব আলী/

বিনোদন - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ