ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কয় ম্যাচ পর তাসকিনকে দলে নিবে জানালো লাখনৌর টিম ম্যানেজমেন্ট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০৪ ২০:০১:২২
কয় ম্যাচ পর তাসকিনকে দলে নিবে জানালো লাখনৌর টিম ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) বোলিং আক্রমণ নিয়ে জটিলতা কাটছে না। দলের মূল পেসারদের চোট সমস্যার কারণে বিকল্প খোঁজায় নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর এসেছে, কেননা ভারতীয় ফাস্ট বোলার আভেশ খানকে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। আগামী ২৭ মার্চের ম্যাচেই লখনৌর হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে।

কিন্তু মায়াঙ্ক যাদব ও আকাশ দীপের ব্যাপারে এখনো কোনো সুসংবাদ আসেনি। বিসিসিআই তাদের ইনজুরি পরিস্থিতি মূল্যায়ন করছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই অনিশ্চয়তার মধ্যেই লখনৌ বিকল্প পেসার খুঁজতে শুরু করেছে, যেখানে বাংলাদেশি স্পিডস্টার তাসকিন আহমেদ রয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

কবে সুযোগ পাবেন তাসকিন?

লখনৌর টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা পরবর্তী সাতটি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে মায়াঙ্ক যাদব ও আকাশ দীপ সুস্থ না হন, তাহলে বিকল্প পরিকল্পনায় যাবে দলটি। সেক্ষেত্রে তাসকিন আহমেদের আইপিএলে খেলার সম্ভাবনা বেড়ে যাবে।

এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনের সঙ্গে আলোচনা সেরে রেখেছে। প্রয়োজন হলে যেকোনো সময় তাকে ডাকতে পারে লখনৌ। এখন দেখার বিষয়, চোট সমস্যা কতদূর গড়ায় এবং শেষ পর্যন্ত তাসকিন আহমেদ আইপিএলের মঞ্চে নামার সুযোগ পান কিনা।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ