ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে কটাক্ষ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০৪ ১৪:১৫:১২
সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস। তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে দলটির এক উপদেষ্টাকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

সাংবাদিক ইলিয়াস তার পোস্টে লিখেছেন, “বিএনপি কি ফজু পা'গলারে উপদেষ্টার পদ থেকে সরায়ে পাবনা পাঠাবে নাকি আমরাই পাবনা বুকিং দিবো?”

মুহুর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, দুই ঘন্টায় ৩২ হাজার রিয়াকশন, ৩ হাজার কমেন্টে ও প্রায় ৭০০ সেয়ার হয়েছে।

তার এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা পোস্টটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে এটাকে দলটির অভ্যন্তরীণ দুর্বলতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী ইলিয়াসের এই মন্তব্যকে রসিকতা হিসেবেও দেখছেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট উপদেষ্টার বিষয়ে দলটির অভ্যন্তরে কিছুদিন ধরে আলোচনা চলছে বলে জানা গেছে।

সাংবাদিক ইলিয়াসের এই পোস্ট রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দেবে কি না, তা সময়ই বলে দেবে।

মো: রাজিব আলী/

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ