ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বিমসটেকের নতুন দায়িত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ০২ ২০:০৪:৩০
বিমসটেকের নতুন দায়িত্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, "প্রধান উপদেষ্টা বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই সংগঠনের সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শ করা জরুরি।"

ব্যাংকক সফর ও গুরুত্বপূর্ণ আলোচনাসভা

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। প্রথম দিন তিনি ইয়ুথ কনফারেন্সে বক্তব্য রাখবেন, যেখানে ভবিষ্যৎ নেতৃত্ব ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। পরদিন মূল সম্মেলনে তিনি বিমসটেকভুক্ত দেশগুলোর উন্নয়ন, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বক্তব্য রাখবেন।

মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি, যা আঞ্চলিক সংহতি ও পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে।

চুক্তি ও সহযোগিতার নতুন দিগন্ত

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিমসটেক সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এসব চুক্তি সংস্থার ভেতরে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিমসটেকের নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

মো: রাজিব আলী/

জাতীয় - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ