ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ৩০ ২০:৪৮:১২
জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না লিটন

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর টাইগার ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছেন এবং বর্তমানে ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় সময় কাটাচ্ছেন। তবে ঈদের ছুটি শেষে তাদের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে হবে। আগামী এপ্রিল মাসে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলে দেখা যাবে না লিটন দাসকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় তাকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে টেস্ট সিরিজে উইকেটকিপার-ব্যাটার হিসেবে লিটনের জায়গায় সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল অঙ্কনের। তবে সে ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবার লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তার। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। বিপিএল এবং চলমান ডিপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন।

জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে আসন্ন এই সিরিজ অঙ্কনের জন্য হতে পারে বেশ গুরুত্বপূর্ণ। দলে জায়গা নিশ্চিত করতে পারলে এই সুযোগ কাজে লাগিয়ে নিজের সামর্থ্য প্রমাণের দারুণ সুযোগ পাবেন তিনি।

জিম্বাবুয়ে দল আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

এর আগে ১১ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্প। সেখানে উপস্থিত থাকবেন নির্বাচিত ক্রিকেটাররা। ঈদের পরপরই বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি। লিটনের জায়গায় কাকে অন্তর্ভুক্ত করা হয়, তা নিয়েও চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর আলোচনা।

মোঃ রাজিব/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ