ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

দেশবাসীকে বিশেষ বার্তা পাঠালেন খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ৩০ ২০:৩৫:০০
দেশবাসীকে বিশেষ বার্তা পাঠালেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, "লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ম্যাডাম বর্তমানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন। ঈদের দিনটি তিনি আপনজনদের সঙ্গে একান্তে কাটাচ্ছেন।"

তিনি আরও বলেন, "বাসায় তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান রয়েছেন, সঙ্গে আছেন তিন নাতনি— ব্যারিস্টার জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই করেছেন। দীর্ঘ সময় পর আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে ম্যাডাম আবেগপ্রবণ হয়ে পড়েছেন।"

দশ বছর পর ছেলের বাসায় ঈদ

লন্ডনে এটি খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন। দীর্ঘ দশ বছর পর তিনি ছেলের বাসায় ঈদ উদযাপন করছেন। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে এক-এগারোর পর প্রায় আট বছর পর তিনি লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন।

শারীরিক অবস্থা উন্নতির দিকে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, "তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আগের তুলনায় তিনি বেশ সুস্থ অনুভব করছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন অনেকটাই ভালো।"

গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যান। হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। সেখানে তিনি ১৭ দিন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

কারাবাস ও বিশেষ মুক্তি

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। করোনা মহামারির সময় সরকার তাকে বিশেষ কারামুক্তি দেয়। কারাবন্দি অবস্থায় চারটি ঈদ তিনি কারাগার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাটিয়েছেন।

২০১৫ সালে লন্ডনে ঈদের পর ২৫ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেই অনুষ্ঠানে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান তার পাশে ছিলেন।

দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, "ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।" একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আহসান আলম/

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ