ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৯ ২০:৫৩:৪৪
সৌদি আরবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২৯ মার্চ) দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার (৩০ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী, সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে এবং আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব দেশেও ঈদের তারিখ চূড়ান্ত হবে।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায়ের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হবে।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশেও চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী ঈদের দিন নির্ধারিত হবে।

মো: রাজিব আলী/

বিশ্ব - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ