ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র

২০২৫ মার্চ ২৯ ১৯:২৮:২২
৩১ নাকি ০১: বাংলাদেশে ঈদুল ফিতর দিনক্ষণ জানালো আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এবারের ঈদুল ফিতর কবে হবে, তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আগামী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, রমজানের ২৮তম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আগামী সোমবার (৩১ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় চাঁদ দেখা গেলে ঈদ উদযাপনের সময় নিশ্চিত হবে।

ঈদের তারিখ নির্ধারণে সাধারণত সৌদি আরবের পদ্ধতি অনুসরণ করা হয়। সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে। তবে, এবার একটি ব্যতিক্রম হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে রোজা ৩০টি পূর্ণ হলেও, বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। ফলে, চাঁদ দেখার ওপর নির্ভর করবে বাংলাদেশে ঈদ কবে হবে।

এদিকে, বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল শনিবার (২৯ মার্চ) ঈদের তারিখ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ব্রুনাই ঈদের তারিখ ঘোষণা করেছে। সেখানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। এরপর মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে, তারা জানিয়েছে, দেশটিতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল (৩০ মার্চ) রমজানের ২৮তম দিনে, মালয়েশিয়ায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে, যা ঈদের শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এভাবে, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদের তারিখ ঘোষণার পর, বাংলাদেশে ঈদ কবে হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

মোঃ রাজিব/

ধর্ম - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ