ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র ঘোষণা করল আদালত

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৭ ১৫:২৩:১৫
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির বৈধ মেয়র ঘোষণা করল আদালত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে ওই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ইশরাক হোসেনের পক্ষেই রায় দেন এবং তাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

এই রায়ের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

রাজিব/

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ