ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

২০২৬ বিশ্বকাপ: মেসির সিদ্ধান্ত, মেসিরই হাতে, স্কালোনির বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৭ ১১:৪১:৩৪
২০২৬ বিশ্বকাপ: মেসির সিদ্ধান্ত, মেসিরই হাতে, স্কালোনির বার্তা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসির ভবিষ্যৎ। ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে ফুটবল জাদুকরকে? ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর সেই প্রশ্নই যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যায়নি। ছিলেন না উরুগুয়ের বিরুদ্ধেও। তবে তাতে কি? নতুন প্রজন্মের আর্জেন্টিনা দল বুঝিয়ে দিয়েছে, তারা মেসিকে ছাড়াও জয় ছিনিয়ে আনতে জানে। তবুও এক প্রশ্ন থেকেই যায়—বিশ্বকাপের মঞ্চে মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে কি কল্পনা করা যায়?

আরও পড়ুন:

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে কঠিন সমীকরণের সামনে ব্রাজিল

নেইমারকে কটাক্ষ করে আর্জেন্টিনার প্রেসিডেন্টের মন্তব্য

২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‍্যাঙ্কিং প্রকাশ

এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি কৌশলী উত্তর দেন। সরাসরি কিছু না বলে তিনি বলেন, "দেখা যাক কী হয়, এখনো তো অনেক সময় আছে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে অযথা চাপে ফেলা উচিত নয়।"

মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তবে চোট তাকে বারবার ভোগাচ্ছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বেশ কয়েকবার মাঠের বাইরে বসে থেকেছেন এ মৌসুমে। কিন্তু তার সতীর্থরা এখনো বিশ্বাস করেন, মেসির পায়ে আরও অনেক জাদু বাকি।

ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত এক গোল করা হুলিয়ান আলভারেজ বলেন, "মেসি থাকলে আমরা হয়তো আরও ২-৩ গোল বেশি করতাম।"

আর রদ্রিগো দি পল যেন পুরো আর্জেন্টিনার হৃদয়ের কথা বললেন, "আমরা তখনই সবচেয়ে ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।"

মেসির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু তার নামের চারপাশে রহস্য আর উত্তেজনার ঢেউ থামার কোনো লক্ষণ নেই। আর্জেন্টিনার সমর্থকরা এখনো স্বপ্ন দেখছেন—২০২৬ বিশ্বকাপে আবারও তাদের প্রিয় নায়ককে ট্রফির জন্য লড়তে দেখা যাবে।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ