ঢাকা, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

২০৯ রান করেও হেরে তাসকিনকে নিয়ে যে সিদ্ধান্ত নিল লাখনৌ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৬ ১৪:১৮:৩৯
২০৯ রান করেও হেরে তাসকিনকে নিয়ে যে সিদ্ধান্ত নিল লাখনৌ

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এ দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০৯ রান করেও জয় পায়নি তারা। দলের ব্যাটিং বিভাগ দায়িত্ব পালন করলেও বোলিং ইউনিট ব্যর্থ হয়েছে বড় লক্ষ্য রক্ষা করতে। শেষ ৮ ওভারে দিল্লির ব্যাটসম্যানদের সামনে ১১১ রান দিয়ে বসে লখনৌর বোলাররা। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট।

আভেশকে নিয়ে সুখবর, তবে অপেক্ষায় লখনৌ

এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর পেয়েছে লখনৌ শিবির। দলটির অন্যতম পেসার আভেশ খানকে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। ফলে আগামী ২৭ মার্চের ম্যাচেই লখনৌর জার্সিতে মাঠে নামতে দেখা যাবে এই ফাস্ট বোলারকে।

তবে এখনো মায়াঙ্ক যাদব ও আকাশ দীপকে নিয়ে কোনো সুখবর আসেনি। বিসিসিআইয়ের তরফ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই দুই তরুণ পেসারের ইনজুরি পরিস্থিতি নিয়ে। ফলে বিকল্প বোলার খোঁজার কাজ শুরু করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

বিকল্প ভাবনায় তাসকিন আহমেদ

এই অবস্থায় বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে লখনৌ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তারা পরবর্তী সাতটি ম্যাচ পর্যন্ত বিসিসিআইয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে মায়াঙ্ক যাদব ও আকাশ দীপ ইনজুরি থেকে সুস্থ না হন, তবে লখনৌ বিকল্প পরিকল্পনায় যাবে এবং তাসকিনের দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

এদিকে, তাসকিনের সঙ্গে আলোচনা ইতোমধ্যেই সেরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রয়োজন হলে যেকোনো সময় ডাক আসতে পারে তাসকিনের জন্য! এখন দেখার বিষয়, লখনৌর বোলিং আক্রমণ ঠিক কোন পথে এগোয় এবং শেষ পর্যন্ত আইপিএলে তাসকিন আহমেদের খেলার সুযোগ আসে কিনা।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ