ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বুকে চাপা কষ্ট নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৪ ১৬:১৭:২৩
বুকে চাপা কষ্ট নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের আকাশে নেমে এসেছে দুঃসংবাদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য পুরো দেশ দোয়া করছে, আর সেই তালিকায় আছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মর্তুজাও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন—

"মহান আল্লাহ তোকে সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।"

এই বার্তায় স্পষ্ট, মাঠের বাইরেও কতটা শক্ত বন্ধন তাদের মধ্যে।

আরও পড়ুন:

মুখ দিয়ে ফেনা, ছিল না পালস, মৃত্যুর মুখ থেকে যেভাবে ফিরে এলেন তামিম

অ্যাম্বুলেন্স চালকের অছিলায় বাঁচলো তামিমের জীবন, জানুন আসল ঘটান তার মুখ থেকে

জ্ঞান ফিরেই যার সঙ্গে কথা বললেন তামিম, তবে শঙ্কামুক্ত নন

মুহূর্তের মধ্যে বদলে গেল সব

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। ম্যাচের আগে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে স্বাভাবিকভাবেই টস করেন তিনি। এরপর ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পরিকল্পনা ছিল, কিন্তু তখনই দ্বিতীয়বার মাটিতে লুটিয়ে পড়েন তামিম! এতে হেলিকপ্টারে তোলা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাখা হয় আইসিইউতে, লাইফ সাপোর্টেও নেওয়া হয় কিছু সময়ের জন্য।

হাসপাতালে ভিড়, পাশে মাশরাফির আবেগ

তামিমের অসুস্থতার খবরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। সতীর্থরাও পাশে ছিলেন, তবে যেতে পারেননি মাশরাফি বিন মর্তুজা। শারীরিক অসুস্থতার কারণে সরাসরি হাসপাতালে যেতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের জন্য তার ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

মাশরাফির পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সবাইকে তামিমের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছেন।

আশার আলো – ৪৮ ঘণ্টা গুরুত্বপূর্ণ

চিকিৎসকদের সর্বশেষ আপডেট অনুযায়ী, তামিমের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। তবে পুরোপুরি আশঙ্কামুক্ত নন। আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, এরপরই তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

ভক্তদের একটাই চাওয়া – মাঠে ফিরুন তামিম!

বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিম ইকবাল কেবল একজন ক্রিকেটার নন, তিনি অনুপ্রেরণার নাম। প্রতিপক্ষের বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করা এই ব্যাটসম্যান এবার লড়ছেন ভিন্ন এক যুদ্ধে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেন তামিম দ্রুত সুস্থ হয়ে আবার ব্যাট হাতে মাঠে ফিরতে পারেন।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ