ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

রোনালদোর নাটকীয় প্রত্যাবর্তন, শেষ হলো পর্তুগাল ও ডেনমার্কের ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৪ ১০:৩০:৩০
রোনালদোর নাটকীয় প্রত্যাবর্তন, শেষ হলো পর্তুগাল ও ডেনমার্কের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপিয়ান নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল পর্তুগাল ও ডেনমার্ক। প্রথম লেগে পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে ম্যাচের শুরুতেই হতাশার মুখে পড়তে হয় পর্তুগিজ অধিনায়ককে, মাত্র ৫ মিনিটেই পেনাল্টি মিস করেন তিনি। কিন্তু এরপরই শুরু হয় নাটকীয়তা, যেখানে অতিরিক্ত সময়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগাল।

ম্যাচের শুরুতেই নড়বড়ে রোনালদো, কিন্তু ফিরলেন দুর্দান্তভাবে

প্রথমার্ধের ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ডেনিশ গোলরক্ষক কাসপ্যার স্মাইকেল অনায়াসেই তার শট রুখে দেন। তবে ম্যাচের ৩৮তম মিনিটে ডেনমার্কের আত্মঘাতী গোলে পর্তুগাল কিছুটা স্বস্তি ফিরে পায়। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ডিফেন্ডার ইওয়াখিম আন্ডেরসেন।

ডেনমার্কের দারুণ প্রত্যাবর্তন, রোনালদোর জবাব

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ডেনমার্কের গাসমুস ক্রিস্টেনসেনের হেডে পর্তুগাল আবার পিছিয়ে পড়ে। তবে ৭২তম মিনিটে ম্যাচে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের শট পোস্টে লেগে ফিরলে দুরূহ কোণ থেকে অসাধারণ শটে গোল করেন তিনি। কিন্তু ৭৬তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে আবারও এগিয়ে যায় ডেনমার্ক, যা পর্তুগালকে বিদায়ের শঙ্কায় ফেলে দেয়।

ট্রিনকাওর বদলির প্রভাব, অতিরিক্ত সময়ে পর্তুগালের আধিপত্য

৮১তম মিনিটে কোচ রবার্তো মার্টিনেজ সাহসী সিদ্ধান্ত নেন—ডিফেন্ডার দিয়োগো দালোতকে তুলে নামান ফরোয়ার্ড ফ্রান্সিসকো ট্রিনকাওকে। তার মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে অ্যাগ্রিগেটে সমতা ফেরান ট্রিনকাও।

অতিরিক্ত সময়ে শুরুতেই আবারও জ্বলে ওঠেন ট্রিনকাও। ৯৪তম মিনিটে বক্সের ডান দিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ১১৫তম মিনিটে রোনালদোর বদলি হিসেবে নামা গনসালো রামোসের গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়।

রোনালদোর জন্য মিশ্র রাত, কিন্তু পর্তুগালের স্বপ্ন টিকে থাকল

পেনাল্টি মিস করলেও দলের কঠিন সময়ে গোল করে নেতৃত্ব দেন রোনালদো। কিন্তু রাতটি ছিল মূলত ট্রিনকাওয়ের, যিনি বদলি নামার পর জোড়া গোল করে দলকে জয়ের পথে ফেরান। অতিরিক্ত সময়ের দুর্দান্ত পারফরম্যান্সে ৫-২ ব্যবধানে জয় পেয়ে নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

পরের ধাপে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটি ঠিক হবে আগামী কয়েকদিনের মধ্যেই। তবে একটিই কথা বলা যায়—এমন রোমাঞ্চকর পারফরম্যান্সের পর পর্তুগালকে থামানো সহজ হবে না।

রাজিব/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ