ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

আর্চারের দুঃস্বপ্নের রাত,আইপিএলের ইতিহাসে বল হাতে দিলেন সর্বোচ্চ রান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২৩ ১৯:৫৫:৫৪
আর্চারের দুঃস্বপ্নের রাত,আইপিএলের ইতিহাসে বল হাতে দিলেন সর্বোচ্চ রান

নিজস্ব প্রতিবেদক: আইপিএল মানেই রোমাঞ্চ, আইপিএল মানেই রেকর্ডের খেলা! তবে এবারের ম্যাচে রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা, আর ভুলতে বসা এক রেকর্ড নতুন করে লেখালেন রাজস্থানের ইংলিশ পেসার জফরা আরচার।

হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে রাজস্থানের বোলাররা যেন নিঃশেষ হয়ে গেলেন। ম্যাচের প্রথম ভাগেই দাপট দেখিয়েছেন ঈশান কিষাণ ও ট্র্যাভিস হেড। ঈশান ছিলেন দুর্বার—মাত্র ৪৭ বলে ১০৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, ছক্কা-চারের ফুলঝুরিতে ঝলসে দেন বোলারদের। তার সঙ্গে তাল মিলিয়ে ট্র্যাভিস হেডও রুদ্ররূপে হাজির হন, ৩৪ বলে ৬৭ রান করে রাজস্থানের বোলিং আক্রমণকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেন।

কিন্তু রাতের আসল ‘নাটক’টা যেন লিখলেন জফরা আরচার। রাজস্থানের এই তারকা পেসার বল হাতে আসতেই যেন নেমে এল বিপর্যয়! একের পর এক বাউন্ডারির বন্যায় ভেসে গেলেন তিনি। চার ওভারে দিলেন ৭৬ রান, যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে কোনো বোলারের সবচেয়ে খরুচে স্পেল! এর আগে ৭৩ রান দিয়ে রেকর্ডের মালিক ছিলেন মোহিত শর্মা, কিন্তু এবার আরচার নিজেই নিজের নাম লিখিয়ে ফেললেন সেই অনাকাঙ্ক্ষিত তালিকায়।

হায়দরাবাদ তাদের ব্যাটিং তাণ্ডবের পুরস্কার পেল বিশাল সংগ্রহের মাধ্যমে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করল ২৮৬ রান—যা আইপিএলের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রাজস্থান রয়ালস অবশ্য বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালিয়ে যাচ্ছে। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। তবে জয়ের জন্য এখনো দরকার ১৩৫ রান, হাতে মাত্র ৭ ওভার। সময় বলবে, ইতিহাসের আরেকটি রেকর্ড তারা গড়তে পারবে কিনা, নাকি হায়দরাবাদের এই রাত শুধুই তাদের রাজত্বের গল্প হয়ে থাকবে!

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ