শাকিব-বীরের আনন্দঘন মুহূর্ত: বুবলীর হৃদয়ছোঁয়া পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান শুধুমাত্র রূপালি পর্দার রাজা নন, বাস্তব জীবনে তিনি এক আদর্শ বাবাও। সম্প্রতি ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে এক আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বাবা-ছেলের খুনসুটির ছবিগুলো মন ছুঁয়ে গেছে ভক্তদের।
বাবা-ছেলের বাঁধনহারা ভালোবাসা
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শাকিব খান ও তার ছেলে বীর হাসিমুখে সময় কাটাচ্ছেন। জন্মদিনের কেকের নকশায় ছিল বিশেষ চমক—সাদা রঙের প্রাইভেটকার আকৃতির কেক, যা দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে ছোট্ট বীর। বাবার হাত থেকে কেক খাচ্ছে সে, আর শাকিবের চোখেমুখে ফুটে উঠেছে নিখাদ পিতৃস্নেহ। এখানে তিনি আর সুপারস্টার নন, শুধুই এক ভালোবাসায় ভরা বাবা।
বুবলী ছবিগুলোর সঙ্গে হৃদয়গ্রাহী ক্যাপশন লিখেছেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসার কোনো সীমা নেই।’ সেইসঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজিও। তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া
নেটিজেনরা কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট বীরকে। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, অনেক দোয়া ও ভালোবাসা রইলো।’ আরেকজনের মন্তব্য, ‘রাজার কোলে রাজপুত্র, দোয়া রইল বীর বাবার জন্য।’ আরেকজন আবেগমাখা ভাষায় লিখেছেন, ‘প্রতিটি বাবা যদি সন্তানের প্রতি এমন ভালোবাসা দেখাতো, পৃথিবী আরও সুন্দর হতো!’
শাকিব-বুবলীর অতীত এবং বর্তমানে সন্তানের গুরুত্ব
শাকিব খান ও বুবলী ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে তাদের জীবনে আসে শেহজাদ খান বীর। তবে দাম্পত্য জীবনে ভাঙনের সুর বেজে ওঠে এবং তারা আলাদা হয়ে যান। কিন্তু শাকিব খান ছেলের প্রতি দায়িত্বশীল পিতা হিসেবেই রয়ে গেছেন, যা প্রতিটি মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে।
শাকিব-বীরের এই মধুর সম্পর্ক দেখে ভক্তরাও আবেগে আপ্লুত। অনেকেই শুভকামনা জানিয়েছেন, যাতে বাবা-ছেলের এই মিষ্টি সম্পর্ক চিরকাল অটুট থাকে।
কাজল/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- সোনার বাজার: বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য মেঘনা ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- দুই কোম্পানিতে শেয়ারবাজার ডুবেছে : আতঙ্কিত বিনিয়োগকারীরা