ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

MD. Razib Ali

Senior Reporter

তিন ফরমেটের জন্য বাংলাদেশের ৪ অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২১ ১৯:৪১:৩০
তিন ফরমেটের জন্য বাংলাদেশের ৪ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন নিয়ে বড় আলোচনা শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই আলোচনা হবে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায়। ধারণা করা হচ্ছে, এই বোর্ড সভাতেই জাতীয় দলের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টি-টোয়েন্টি অধিনায়কত্বের প্রশ্নে লিটন-তাসকিন দ্বন্দ্ব

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন দুই ক্রিকেটার—লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। লিটনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ ২০টি টি-টোয়েন্টি ইনিংসে তিনি অর্ধশতক করতে পারেননি, এবং তিন ফরম্যাট মিলিয়ে শেষ ৪৭ ইনিংসে মাত্র একটি ফিফটি রয়েছে।

আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১২ দল

টাইগার জিন্দা হে! বোলিং টেস্টে পাস, ২০২৬ বিশ্বকাপে ফিরছেন সাকিব?

সাকিবকে নিয়ে মেহেদীর বার্তা

অন্যদিকে, বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে অধিনায়কত্ব করে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। দলের খারাপ শুরুর পরও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে প্রায় প্লে-অফে তুলেছিলেন। এছাড়া, সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্সও তার পক্ষে কথা বলে।

বোর্ডের সূত্র অনুযায়ী, বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ লিটনকে অধিনায়ক করার পক্ষে। তবে তাসকিনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদি লিটনকে অধিনায়ক করা হয়, তাহলে তাসকিন ভাইস ক্যাপ্টেন হতে পারেন। কিন্তু এখানে একটি জটিলতা রয়েছে—তাসকিনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন হওয়ার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ থাকা সত্ত্বেও লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত ইগো ইস্যুতে রূপ নিতে পারে।

ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক, মিরাজ সহ-অধিনায়ক

ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নাজমুল হোসেন শান্তই নেতৃত্বে থাকছেন। বোর্ড দীর্ঘমেয়াদে শান্তকে অধিনায়ক রাখতে চায়। যদিও একসময় শান্ত নিজেই নেতৃত্বের ভার থেকে মুক্তি চাইছিলেন, তবে বিসিবি তাকে দুই ফরম্যাটেই অধিনায়ক রাখতে আগ্রহী।

মেহেদী হাসান মিরাজকে ওয়ানডেতে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। একইসঙ্গে, টেস্ট ফরম্যাটেও মিরাজ শান্তর ডেপুটি থাকবেন। বোর্ড মনে করছে, মিরাজের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাকে সহ-অধিনায়কত্বের জন্য আদর্শ করে তুলেছে।

নেতৃত্ব বণ্টনে চার নাম নিশ্চিত

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তিন ফরম্যাটের নেতৃত্বে চারটি নাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা হলেন:

নাজমুল হোসেন শান্ত (ওয়ানডে ও টেস্ট অধিনায়ক)

লিটন কুমার দাস (সম্ভাব্য টি-টোয়েন্টি অধিনায়ক)

মেহেদী হাসান মিরাজ (ওয়ানডে ও টেস্ট সহ-অধিনায়ক)

তাসকিন আহমেদ (সম্ভাব্য টি-টোয়েন্টি সহ-অধিনায়ক)

বোর্ড সভার পরেই চূড়ান্ত ঘোষণা আসবে। তবে লিটন ও তাসকিনকে ঘিরে বিতর্ক থেকেই যাচ্ছে। একদিকে, লিটনের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও বোর্ড তাকে নেতা হিসেবে দেখতে চায়। অন্যদিকে, তাসকিনের নেতৃত্বগুণ এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাকে এ দৌড়ে এগিয়ে রাখছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন সিদ্ধান্ত দলকে দীর্ঘমেয়াদে কতটা উপকৃত করবে, তা সময়ই বলে দেবে। তবে বোর্ডের নেতৃত্ব বণ্টন নিয়ে বিতর্ক চলবে। পারফরম্যান্স ও ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকা ক্রিকেটাররা নেতৃত্ব পেলে সেটি কতটা কার্যকর হবে, সেটিও আলোচনার বিষয়। সব মিলিয়ে, ২৪ মার্চের বোর্ড সভা বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক হতে যাচ্ছে।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ