ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার সেরা একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২১ ১৯:২৫:২০
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার সেরা একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াই সামনে রেখে বেশ কঠিন পরিস্থিতিতে আর্জেন্টিনা। আগামীকাল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়াই। তবে এই দুই ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। একের পর এক তারকা খেলোয়াড় চোটের কারণে ছিটকে পড়েছেন, যার ফলে একাদশ সাজানো নিয়েই রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন আর্জেন্টিনা কোচ।

বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রাণভোমরা লিওনেল মেসি নেই। সঙ্গে পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের অনুপস্থিতিও আর্জেন্টিনার আক্রমণভাগে তৈরি করেছে শূন্যতা। এমন পরিস্থিতিতে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ? সেটাই এখন বড় প্রশ্ন।

স্কালোনির নতুন ভাবনা, তরুণদের জন্য সুবর্ণ সুযোগ

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি একাদশ নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছেন। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ৯০ শতাংশ লাইনআপ ঠিক করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছেন অনুশীলন শেষ হওয়া পর্যন্ত।

তিনি বলেন, "আন্তর্জাতিক ফুটবলে আমরা সবসময় কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি। ইনজুরি বা অনুপস্থিতি আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করে। আমরা আগেও পরিকল্পনা করেছিলাম, তবে বর্তমান পরিস্থিতির কারণে সেটি বদলাতে হচ্ছে।"

তারকা খেলোয়াড়দের না থাকা নিয়ে হতাশ হলেও স্কালোনি এটিকে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন, "কিছু খেলোয়াড় নেই, কিন্তু এটিই অন্যদের নিজেদের প্রমাণের বড় সুযোগ।" এখন দেখার বিষয়, তরুণ ও বিকল্প খেলোয়াড়রা সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন।

কেমন হতে পারে একাদশ?

যদিও স্কালোনি এখনো চূড়ান্ত লাইনআপ নিশ্চিত করেননি, তবে সংবাদমাধ্যম বোলাভিআইপি সম্ভাব্য একাদশের একটা ধারণা দিয়েছে—

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো

মধ্যমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলেস্টার

আক্রমণভাগ: লিয়ান্দ্রো পারাদেস/গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস

নতুন পরীক্ষার সামনে আর্জেন্টিনা

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য এক নতুন পরীক্ষা। মেসিবিহীন দলের আক্রমণভাগ কতটা কার্যকর হতে পারে? এনজো-দি পল-ম্যাক আলেস্টারের সমন্বয় কি মাঝমাঠে প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে পারবে? সবচেয়ে বড় কথা, স্কালোনির নতুন কৌশল মাঠে কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

একটি জিনিস নিশ্চিত—আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে যারা মাঠে নামবেন, তারা নিজেদের প্রমাণের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে প্রস্তুত। এখন প্রশ্ন একটাই—তারা কি পারবেন মেসি-দিবালাদের অনুপস্থিতি ভুলিয়ে দিতে?

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ