ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বিএসইসি শক্তিশালীকরণ ও শেয়ারবাজার উন্নয়নে প্রথম সভা অনুষ্ঠিত

২০২৫ মার্চ ২০ ১৭:৩৭:০৬
বিএসইসি শক্তিশালীকরণ ও শেয়ারবাজার উন্নয়নে প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এতে কমিটির সদস্যসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব এবং কমিটির সদস্য সচিব ও বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী ও মো. আলী আকবর।

সকাল ১১টায় শুরু হওয়া এই সভায় বিএসইসিকে আরও কার্যকর ও শক্তিশালী করার জন্য নানা দিক নিয়ে আলোচনা হয়। কমিটির কর্মপরিধি, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়েও বিশদ পর্যালোচনা করা হয়।

প্রসঙ্গত, শেয়ারবাজারের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলারের মাধ্যমে চার সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে। যার নেতৃত্বে আছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।

বিশ্লেষকদের মতে, এই কমিটির সুপারিশ ও কার্যক্রমের মাধ্যমে দেশের শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে।

রাজিব/

শেয়ার নিউজ - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ