ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

আইপিএলে ফিরছে নিষিদ্ধ নিয়ম: বদলাবে খেলার ধারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ২০ ১৩:১৮:৩৮
আইপিএলে ফিরছে নিষিদ্ধ নিয়ম: বদলাবে খেলার ধারা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির দাপট যখন বিশ্বজুড়ে ক্রিকেটের নিয়ম-কানুন বদলে দিয়েছিল, তখন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি—ক্রিকেটে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা। সময় বদলেছে, মহামারি কেটেছে, এবার সেই পুরনো অস্ত্র ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ করে, আইপিএলে বল পালিশের জন্য লালা ব্যবহারের অনুমতি ফিরতে পারে বলে জোর আলোচনা চলছে।

নিষেধাজ্ঞার পরবর্তী অধ্যায়

কোভিড-১৯-এর সময়ে সংক্রমণ রোধে আইসিসি কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, যার মধ্যে ছিল লালা ব্যবহারে নিষেধাজ্ঞা। এতদিন ধরে পেসাররা এই নিয়মের কারণে সমস্যায় পড়েছেন, কারণ সুইং আদায় করা হয়ে উঠেছিল কঠিন। স্পিনাররাও তাদের বোলিং কৌশলে বাধার সম্মুখীন হয়েছেন।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “কোভিডের আগে পর্যন্ত লালা ছিল বোলারদের অন্যতম প্রধান অস্ত্র। কিন্তু পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন যখন মহামারির ছায়া কেটে গেছে, তখন এই নিয়ম পুনরায় চালুর বিষয়টি ভাবা হচ্ছে।”

আইপিএল কেমন প্রভাবিত হবে?

যদি লালা ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে পেসাররা আবার তাদের ঐতিহ্যবাহী সুইং আদায় করতে পারবেন। বিশেষ করে রাতের ম্যাচে বল গ্রিপ করতে সমস্যা হলে লালার প্রয়োগ কাজে লাগবে। স্পিনাররাও এতে উপকৃত হবেন, কারণ বলের টেক্সচার নিয়ন্ত্রণ করা সহজ হবে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদা বলের ক্রিকেটে লালা ব্যবহারের বিষয়টি এখনও আলোচনাধীন। তবে আইপিএলে এটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। যদিও আইসিসির টুর্নামেন্টে এই নিয়ম বহাল থাকছে, তবে ফ্র্যাঞ্চাইজি লিগে এই নিয়মের পরিবর্তন সম্ভব।

অধিনায়কদের মতামত ও চূড়ান্ত সিদ্ধান্ত

বিসিসিআই ইতিমধ্যেই আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সঙ্গে আলোচনা করেছে। অধিকাংশ অধিনায়ক এই নিয়ম পুনর্বহালের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, এটি বোলারদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি বিসিসিআই সত্যিই লালা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে এটি শুধু আইপিএলের জন্য নয়, গোটা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

খেলার নিয়ম বদলে দিলে তার প্রভাবও সুদূরপ্রসারী হয়। এবার দেখার বিষয়, বিসিসিআইয়ের এই ভাবনার বাস্তবায়ন কোথায় গিয়ে দাঁড়ায় এবং লালা ব্যবহার ফিরে এলে ক্রিকেটের ধারায় নতুন কোনো মোড় আসে কিনা!

রাজিব/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ