ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

১৬ বছরের প্রতিযোগীর ‘ফ্লাইয়িং কিস’, মালাইকার ক্ষোভে ফুঁসে ওঠা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ১৯ ১৬:৫৭:১৯
১৬ বছরের প্রতিযোগীর ‘ফ্লাইয়িং কিস’, মালাইকার ক্ষোভে ফুঁসে ওঠা

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় রিয়েলিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর সম্প্রতি একটি পর্বে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। বিচারকের আসনে বসে থাকা বলিউড তারকা মালাইকা অরোরা এক কিশোর প্রতিযোগীর আচরণে এতটাই ক্ষুব্ধ হলেন যে, তা শো-এর দর্শক ও বিচারকদের হতবাক করে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও খ্যাতনামা কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজা। সেই পর্বের শুটিং চলাকালে ১৬ বছর বয়সী এক প্রতিযোগী তার পারফরম্যান্সের সময় মালাইকার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতে থাকেন। কখনো চোখ মারেন, আবার কখনো ছুড়ে দেন ‘ফ্লাইয়িং কিস’। যা স্পষ্টতই মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয় এবং তার প্রতিক্রিয়াও হয় ক্ষোভে পরিপূর্ণ।

অ্যামাজন এমএক্স প্লেয়ারে সম্প্রচারিত এই পর্বে মালাইকার অসন্তুষ্ট প্রতিক্রিয়া মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মালাইকা ক্ষোভে ফেটে পড়ে সেই কিশোর প্রতিযোগীর উদ্দেশে বলেন, ‘তোমার মায়ের ফোন নম্বর দাও!’ ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, ‘১৬ বছরের একটি ছেলে, নাচছে আমাকে দেখেই! চোখ মারছো? ফ্লাইয়িং কিস করছ!’ তার কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি, যা উপস্থিত সবাইকে হতবাক করে দেয়।

এই ঘটনার পর, শো-এর অন্যান্য প্রতিযোগীরাও মালাইকার বক্তব্যকে সমর্থন করেন। তারা মনে করেন, কিশোর প্রতিযোগীর এমন আচরণ একদমই অনুচিত ছিল এবং মালাইকা যা বলেছেন তা একেবারেই যথার্থ। তারা বলেন, ‘ওকে যা বলা হয়েছে, তা একদম ঠিক ছিল। সে কিভাবে মালাইকা ম্যামের সঙ্গে এমন আচরণ করতে পারে!’

ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ কেউ বলেন, ‘এটাই নতুন প্রজন্মের বাস্তবতা’, আবার কেউ মনে করেন, পুরো ঘটনাটি শুধুমাত্র শো-এর প্রচারের জন্য পরিকল্পিত একটি পাবলিসিটি স্টান্ট।

যাই হোক, এই ঘটনাটি রিয়েলিটি শো-কে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। বরাবরের মতোই মালাইকা অরোরা তার ব্যক্তিত্ব ও সাহসী অবস্থানের কারণে প্রশংসিত হয়েছেন। আর এই ঘটনাও ব্যতিক্রম নয়, যেখানে তিনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন।

মো: রাজিব আলী/

বিনোদন - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ