ফাহমিদুলকে দলে ফেরানো যাবে কিনা জানালেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষণা দিয়েছেন, ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে আর দলে ফেরানোর কোনো সুযোগ নেই। দলের প্রশিক্ষণ ক্যাম্পে এক সপ্তাহ কাটানো ফাহমিদুল, যার প্রতি সমর্থকদের ছিল বিশেষ আকর্ষণ, সেই ফুটবলারকে শেষ পর্যন্ত বাদ দেওয়ার সিদ্ধান্তে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
সৌদি আরবের এক সপ্তাহব্যাপী ক্যাম্প শেষে, যেখানে ফাহমিদুল দলে ছিলেন, হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তারা সড়ক থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত তার দলে ফেরানোর জন্য আন্দোলন শুরু করে। তবে এসব প্রতিক্রিয়ার মাঝেও ক্যাবরেরা নিজের সিদ্ধান্তে অটল আছেন।
আজ (১৯ মার্চ) ভারত সফরের আগে সংবাদ সম্মেলনে ক্যাবরেরা স্পষ্ট ভাষায় জানান, "ফাহমিদুলের পরিস্থিতি অন্যরকম। তাকে আমি নিজেই ডেকেছিলাম, কারণ আমি জানি তার মধ্যে বিশেষ কিছু রয়েছে। তবে, তার জাতীয় দলের জার্সি পরার জন্য এখনও সময় প্রয়োজন।" তিনি আরও বলেন, "সে মেধাবী ফুটবলার, কিন্তু জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে তাকে আরও সময় দিতে হবে।"
সৌদি আরবে ক্যাম্প শেষে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে ক্যাবরেরা বলেন, "সে ঢাকা আসেনি, শুধু সৌদি ক্যাম্পে ছিল। তার সম্ভাবনা অনেক, তবে জাতীয় দলে খেলতে তার আরো প্রস্তুতি দরকার।" ক্যাবরেরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ফাহমিদুলের দলে ফেরার কোনো সুযোগ নেই, এবং তিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
ফাহমিদুলের বাদ পড়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও, কোচের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত হিসেবে উঠে এসেছে। জাতীয় দলের ভবিষ্যতের জন্য সময়মতো প্রস্তুতি নেওয়া এবং পর্যাপ্ত সুযোগ দেওয়া, এই বার্তা দিয়েই ক্যাবরেরা ফাহমিদুলের ভবিষ্যতের পথ নির্ধারণ করছেন।
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন