ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

MD. RAZIB ALI

Senior Reporter

বিশাল অঙ্কের প্রস্তাব গায়ানা ওয়ারিয়র্সের

তানজিম সাকিবকে নিয়ে সিপিএল ও জিএসএলের লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ১৯ ১০:৪০:০৬
তানজিম সাকিবকে নিয়ে সিপিএল ও জিএসএলের লড়াই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রতিভাবান পেসার তানজিম হাসান সাকিব এখন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিগুলোর হটকেক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং গ্লোবাল সুপার লিগ (জিএসএল)—দুই বড় প্রতিযোগিতায়ই তাকে দলে নিতে আগ্রহী গায়ানা ওয়ারিয়র্স। ইতিমধ্যে বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে এই তরুণ টাইগার পেসারকে।

কেন এত চাহিদা তানজিম সাকিবের?

সুইং, বাউন্সার এবং ইয়র্কারের দুর্দান্ত সংমিশ্রণে বল করা তানজিম সাকিব গতবার গায়ানা ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগে নজর কেড়েছিলেন। মাত্র চার ম্যাচে ৬ উইকেট শিকার করে ওভারপ্রতি মাত্র ৬ ইকোনমি রেট বজায় রেখে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

গায়ানা ওয়ারিয়র্সের বিশেষ পরিকল্পনা

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সাকিব ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, জাতীয় দলের কোনো ব্যস্ততা না থাকলে তিনি গায়ানা ওয়ারিয়র্সের জার্সি গায়ে চড়াবেন। শুধু তাই নয়, সিপিএলেও তাকে পেতে মরিয়া দলটি।

সিপিএল ২০২৫: তানজিমের সম্ভাবনা কতটুকু?

আগামী ১৪ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। গায়ানা ওয়ারিয়র্স চায়, গ্লোবাল সুপার লিগে ভালো পারফরম্যান্স করলে সিপিএলেও তাদের স্কোয়াডে রাখবে এই টাইগার পেসারকে।

বিপিএল ২০২৫: চ্যাম্পিয়নশিপের পর নতুন চ্যালেঞ্জ

সাম্প্রতিক বিপিএল ২০২৫-এ ফরচুন বরিশালের হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর তানজিম সাকিব আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

ফরচুন বরিশালের মালিক আগেই নিশ্চিত করেছেন, এবারের গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তামিম ইকবালের দল। তাই এই প্রতিযোগিতায় তানজিম সাকিবের পাশাপাশি ভক্তদের চোখ থাকবে তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনের মতো তরুণ তারকাদের দিকেও।

বিশ্বকাপ থেকে গ্লোবাল সুপার লিগ: তানজিমের সাফল্যের ধারা

জাতীয় দলের অন্যতম আগ্রাসী পেসার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন তানজিম সাকিব। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর এবার গায়ানা ওয়ারিয়র্স তাকে তাদের মূল পেস অস্ত্র হিসেবে বিবেচনা করছে। ক্রিকেটপ্রেমীরা গ্লোবাল সুপার লিগ ও সিপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন।

মো: রাজিব আলী/

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ