শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ: বেতন নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যদিও ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল চলতি সপ্তাহে, তবে এখন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এর ফলে, শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন এই সপ্তাহে পাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন, অর্থ এবং মাউশি-এর অর্থ ও ক্রয়, ইএমআইএস সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, প্রস্তাব এখনো হাতে পৌঁছায়নি। উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ জানান, "বেতন এবং বোনাস ছাড়ের প্রস্তাব এখনও পাইনি। প্রস্তাব হাতে এলে এক বা দুই দিন সময় লাগতে পারে অনুমোদনের জন্য।" তিনি আরও বলেন, "আমরা ৫ম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি, তবে ফেব্রুয়ারির বেতন এখনও অনিশ্চিত।"
তবে মাউশি-এর এক কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারির দ্বিতীয় লটের, অর্থাৎ ৫ম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু, ফেব্রুয়ারির বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পৌঁছায়নি। তারা জানিয়েছেন, চেষ্টা চলছে চলতি সপ্তাহের মধ্যে এই প্রস্তাব পাঠানোর।
এদিকে, মাউশি ডিজি প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান ১৬ মার্চ জানিয়েছিলেন, "শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে," কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা এখন একেবারে ফিকে হয়ে এসেছে। কারণ, প্রস্তাবটি পাঠানোর পর তা অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেটা সময় সাপেক্ষ।
এছাড়া, ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য যেসব অনুমোদন এবং প্রক্রিয়া পূরণ করতে হয়, তার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এবং ভাতার ক্ষেত্রে দেরি হয়। ২০২২ সালের অক্টোবর মাসে, শিক্ষকদের এমপিও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, তবে এখনও অনেক শিক্ষক তাদের বেতন যথাসময়ে পাচ্ছেন না।
ফলে, এই অবস্থায় শিক্ষক-কর্মচারীরা এবার কতদিনে ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন, তা নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য নেই। চলতি সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা কম, এবং তাদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।
আব্দুল কাদের/
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- আওয়ামী লীগের পতনের কারণ
- বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় ব্রাজিল