ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আছিয়ার জানাজায় সারজিসের উপস্থিতি ও মিডিয়ার সমালোচনা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ১৫ ১৪:৩০:৪৪
আছিয়ার জানাজায় সারজিসের উপস্থিতি ও মিডিয়ার সমালোচনা

নিজস্ব প্রতিবেদক: এক নিষ্পাপ শিশুর নিষ্ঠুর পরিণতি। ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া আছিয়াকে ঘিরে মানুষের হৃদয়ে জন্ম নেয় ক্ষোভ, শোক আর বিচারের দাবি। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। কিন্তু সেই পোস্টকে ঘিরেই তৈরি হয় নতুন বিতর্ক।

বিচার চাওয়ার উদ্যোগ ও চিকিৎসা তদারকি

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, আছিয়া হত্যাকাণ্ডের পর তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে দ্রুত গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়ে তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত খোঁজ রাখেন।

শিশুটির চিকিৎসার বিষয়েও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আছিয়া প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সারজিস সেখানে সরাসরি না গিয়ে দূর থেকে তার অবস্থার খোঁজ রাখেন। পরবর্তীতে, যখন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়, তখনও তিনি সশরীরে গিয়ে দেখাশোনা করেন, যদিও এ বিষয়ে কোনো ফেসবুক পোস্ট করেননি।

জানাজায় উপস্থিতি ও বিতর্কের সূত্রপাত

শিশুটির মৃত্যুর পর, জানাজার জন্য মাগুরায় হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। সারজিস জানাজায় উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং পরবর্তীতে আবার ঢাকায় ফিরে আসেন। তবে তার এসব কর্মকাণ্ড নিয়ে যখন মিডিয়ায় খবর প্রকাশিত হয়, তখন তিনি অভিযোগ করেন যে বিষয়গুলো বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

সারজিস আলম তার পোস্টে বলেন, “ফুটেজ না দিলে মানুষ বলে কিছুই করা হয়নি, আর ফুটেজ দিলে সবাই শুধু সেটার দিকেই তাকিয়ে থাকে।” তিনি মিডিয়ার প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, তথ্য প্রচারের আগে দায়িত্বশীলতা ও বিবেকবোধের পরিচয় দেওয়া উচিত।

বিচার নয়, দৃষ্টান্ত গড়ার আহ্বান

অনলাইন বিতর্কে না জড়িয়ে বাস্তব জীবনে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা অফলাইনে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করি।”

নিজের বার্তা শেষ করেন একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ বাক্যে— “Take care.”

মো: রাজিব আলী/

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ