ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আফগানিস্তান ক্রিকেট নিষিদ্ধ করার দাবি: ICC কী পদক্ষেপ নেবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ১০ ১৫:৪০:৩১
আফগানিস্তান ক্রিকেট নিষিদ্ধ করার দাবি: ICC কী পদক্ষেপ নেবে

নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এবং আফগানিস্তান ক্রিকেট নিয়ে নানা মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। বিশেষ করে আফগানিস্তানে নারীদের খেলাধুলা থেকে বাদ দেওয়ার কারণে এই ইস্যু ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। এবার, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) আফগানিস্তান ক্রিকেটকে নিষিদ্ধ করার জন্য ICC-এর কাছে চিঠি পাঠিয়েছে।

মহান আন্তর্জাতিক চাপ: HRW-এর চিঠি ও আইসিসির পদক্ষেপ

চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্টভাবে দাবি করেছে, আফগানিস্তানকে ICC সদস্যপদ থেকে স্থগিত করা উচিত যতক্ষণ না পর্যন্ত আফগানিস্তানে নারীরা শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পায়। সংস্থাটি জানায়, "আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আহ্বান জানাচ্ছি যে, তালেবান শাসিত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক।"

এছাড়া, চিঠিতে আরও বলা হয়েছে যে, ICC যেন জাতিসংঘের 'বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস' নির্দেশিকার ভিত্তিতে একটি মানবাধিকার নীতি প্রণয়ন করে।

অলিম্পিকের প্রেক্ষাপটে আফগানিস্তানের নিষেধাজ্ঞা:

গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিঙ্কি ওয়ার্ডেন মনে করিয়ে দিয়েছেন যে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এ ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বলেন, "অলিম্পিকের চার্টার অনুযায়ী, খেলাধুলার সুযোগ পাওয়া প্রত্যেক মানুষের অধিকার। কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে বঞ্চিত করেছে, যা অলিম্পিকের নীতির পরিপন্থি।"

এছাড়া, চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯১ সালে তালেবান শাসনকালে আফগানিস্তানকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) নিষিদ্ধ করেছিল। সেই সময়ের অভিজ্ঞতা থেকে প্রশ্ন তোলা হয়েছে, "তাহলে কেন এখন ICC তাদের নিষিদ্ধ করতে পারবে না?"

তালেবান শাসনে নারীদের বঞ্চনা: আফগানিস্তান ক্রিকেটের অবস্থান

বর্তমানে, তালেবান আফগানিস্তানে নারীদের জন্য সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছে। তবুও, আফগানিস্তান ক্রিকেটের কার্যক্রম অব্যাহত রয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ICC-এর আইন অনুযায়ী, একটি দেশ টেস্ট মর্যাদা পেতে হলে, সে দেশে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটও চালু থাকতে হবে।

আফগানিস্তান ক্রিকেটে মানবাধিকার সমস্যা: আইসিসি কী পদক্ষেপ নেবে?

এই সময়েই আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক ক্রিকেটের কর্তৃপক্ষ ICC, এখন এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, যদি ICC এই পদক্ষেপ না নেয়, তবে ক্রিকেটের অলিম্পিক স্থিতি নিয়েও সংকট সৃষ্টি হতে পারে।

এবারের চিঠি এবং আন্তর্জাতিক চাপ আইসিসি’র সামনে এক কঠিন চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, ICC এই সংকট মোকাবিলা করার জন্য কী ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়।

রাজিব আলী

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ