ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দুদক অভিযান বিএসইসিতে: শেয়ার বাজারের অন্ধকার দিক উন্মোচন

২০২৫ মার্চ ১০ ১৩:৫৬:৫৪
দুদক অভিযান বিএসইসিতে: শেয়ার বাজারের অন্ধকার দিক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত এক অভিযান শেয়ার বাজারের অন্ধকার দিক উন্মোচন করেছে। আজ, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছে দুদকের চার সদস্যের একটি টিম, যার মধ্যে দুইজন সহকারী পরিচালকও রয়েছেন।

অভিযানের উদ্দেশ্য এবং প্রাথমিক কার্যক্রমঅভিযান শুরুর আগে, দুদক টিমটি বিএসইসি চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করে এবং পরে তারা সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে অভিযান চালায়। এর আগে, গত ২ মার্চ (রোববার) দুদক এনফোর্সমেন্ট ইউনিটের মাধ্যমে বিএসইসি-এ অভিযান পরিচালনা করেছিল।

অনিয়ম এবং আইপিও অনুমোদনপ্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বিএসইসি কর্তৃক অনুমোদিত বেশ কিছু আইপিওতে গুরুতর অনিয়ম হয়েছে। কোম্পানিগুলির ব্যালেন্স শিটে ফেব্রিকেটেড আর্নিং এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তথ্য তৈরি করা হয়েছে। এসব তথ্য ভিত্তি করে আইপিও অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি কর্তৃক দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টসের পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে, এসব তথ্য বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

ডিএসই সুপারিশের অবহেলাতদন্তে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সুপারিশ ও অবজারভেশন সঠিকভাবে বিবেচনা করা হয়নি, যার ফলে আইপিও অনুমোদনে ব্যাপক অনিয়মের সৃষ্টি হয়েছে।

প্রাইভেট প্লেসমেন্ট এবং শেয়ার জালিয়াতি অভিযানে আরও জানা গেছে, প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি, শেয়ার প্রাইস নিয়ন্ত্রণ করে বাজারে প্রবেশ এবং অল্প সময়ের মধ্যে শেয়ার বিক্রির ঘটনা ঘটেছে। এসব ঘটনা শেয়ার বাজারে বিশৃঙ্খলা তৈরি করেছে এবং অনেক দুর্বল কোম্পানিকে অবৈধভাবে অনুমোদন দেয়া হয়েছে। পরে এসব কোম্পানিগুলি দ্রুত সময়ের মধ্যে জেড ক্যাটাগরিতে চলে গেছে।

পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং পরবর্তী পদক্ষেপ দুদক টিম জানায়, এই ধরনের অনিয়মের ফলে বিএসইসি কর্তৃক আইপিও অনুমোদন দেয়া হয়েছিল। তারা আরও জানায়, অভিযানে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করার পর, একটি বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে।

জামাল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ