‘সিকান্দার’-এ বাজেটের ৮০ শতাংশ উশুল

নিজস্ব প্রতিবেদক: ঈদে দর্শকদের জন্য সালমান খান নিয়ে আসছেন ‘সিকান্দার’, যার প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রথম গান মুক্তি পেয়ে গেছে, আর ছবির টিজারও ব্যাপক সাড়া ফেলেছে। এই ছবি শুধুমাত্র সালমান খানকেই একত্রিত করেনি, বরং ছবির অন্যান্য অভিনেতাদেরও তৈরি করেছে এক নতুন শিহরণ—রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল এবং শারমান যোশী, সবাইই এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে।
এবার আসা যাক ছবির বাজেট এবং আয় নিয়ে, যা সত্যিই চমকপ্রদ। ছবির নির্মাতারা ইতোমধ্যেই ‘সিকান্দার’ ছবির বাজেটের ৮০ শতাংশেরও বেশি উশুল করে ফেলেছেন। কীভাবে? ডিজিটাল, স্যাটেলাইট এবং মিউজিক্যাল রাইটস থেকে ছবিটি আয় করেছে ১৬৫ কোটি রুপি। নেটফ্লিক্স ছবির স্ট্রিমিং রাইটসের জন্য ৮৫ কোটি রুপি দিয়েছে, আর বক্স অফিস থেকে ৩৫০ কোটি রুপি আয় হলে নেটফ্লিক্সের রাইটসের দাম আরও বাড়িয়ে ১০০ কোটি রুপি হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ছবির স্যাটেলাইট রাইটস জি ৫০ কোটি রুপি দিয়ে কিনেছে এবং মিউজিক রাইটস কিনেছে জি মিউজিক ৩০ কোটি রুপিতে। এমনকি মুক্তির আগেই ‘সিকান্দার’ ১৬৫ কোটি রুপি আয় করে ফেলেছে, আর ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি রুপি হলেও, পুরো বাজেট ৪০০ কোটি রুপি। এভাবে ছবির নির্মাতারা মাত্র কিছুদিনের মধ্যে ৮০ শতাংশ আয় করে ফেলেছেন।
এবার চোখ রাখি ছবির তারকাদের পারিশ্রমিকের দিকে। সালমান খান এই ছবির জন্য ১২০ কোটি রুপি নিয়েছেন, যদিও এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে একটি বড় অংশ নেন, তাই তার পারিশ্রমিকের এই পরিমাণ অস্বাভাবিক নয়।
আর ছবির প্রধান নায়িকা রাশমিকা মান্দানা ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন, কাজল আগারওয়াল নিয়েছেন ৩ কোটি রুপি, আর শারমান যোশী, যিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, তার পারিশ্রমিক মাত্র ৭৫ লাখ রুপি।
সামগ্রিকভাবে ‘সিকান্দার’ শুধু একটি ছবিই নয়, এটি এক চমকপ্রদ বাণিজ্যিক অর্জন, যা মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্য নিয়ে আশা জাগিয়েছে। সালমানের এই নতুন ছবি কীভাবে দর্শকদের মন জয় করবে, আর কতটা সাফল্য অর্জন করবে, তা এখন দেখার বিষয়।
জামাল/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা