ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

২০২৬ ফুটবল বিশ্বকাপ: নেতৃত্বে ট্রাম্প

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৮ ১৪:৩৫:০১
২০২৬ ফুটবল বিশ্বকাপ: নেতৃত্বে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর এ জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন গুরুতর দায়িত্ব। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই মহাসমারোহের প্রস্তুতির জন্য ট্রাম্প নেতৃত্ব দেবেন একটি বিশেষ টাস্কফোর্সের, যার কাজ হবে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করা।

৭ মার্চ, হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর সঙ্গে সাক্ষাতে এই টাস্কফোর্সের দায়িত্ব ঘোষণার পর, ট্রাম্প বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব নিয়ে বলেন, “এটা আমাদের দেশের জন্য এক অনন্য সম্মান। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর আমরা আয়োজন করতে যাচ্ছি, এটি শুধু আমাদের জন্য, বরং পুরো বিশ্ববাসীর জন্য গর্বের।” ইনফান্তিনো ট্রাম্পকে উপহার হিসেবে দেন ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল বল, এবং উন্মোচন করেন ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ট্রফি, যা আগামী বছর যুক্তরাষ্ট্রে শুরু হবে।

ইএসপিএন সূত্রে জানা গেছে, এই টাস্কফোর্সের মূল লক্ষ্য হবে বিশ্বকাপের সফল আয়োজন নিশ্চিত করা। নিরাপত্তা, অবকাঠামো, দর্শক প্রবাহ, পর্যটন—সবকিছুর ওপর থাকবে নিবিড় নজর। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে বিশ্বব্যাপী এক বিশাল উৎসবের প্রস্তুতি চলছে, আর ট্রাম্প এই বিশাল আয়োজনের দায়িত্ব নিতে পেরে সন্তুষ্ট।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “আমাদের কাজ শুধু খেলা আয়োজন করা নয়, বরং এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে দর্শকরা এসে নিরাপদ ও আনন্দিত বোধ করেন, এবং এই মুহূর্তে তারা বুঝতে পারেন, আমরা কী এক বিশেষ কিছু তৈরি করছি।” ফিফা এই বিশ্বকাপকে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল আয়োজন হিসেবে দেখতে চায়।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সংখ্যা এবার ৪৮। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ৭৮টি ম্যাচ, আর কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মেটলাইফ স্টেডিয়াম-এ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল, যা ফুটবলপ্রেমীদের জন্য এক ইতিহাস হয়ে থাকবে।

এখন সময় এসেছে নতুন ইতিহাস গড়ার, যখন ফুটবল মাঠে নয়, মাঠের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের প্রস্তুতিতে নেতৃত্ব দেবেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রত্যাশা বড়, এবং এই অসাধারণ আয়োজনের যাত্রা শুরু হয়ে গেছে সবার চোখে এক নতুন দিগন্তে।

খালেদ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ