ঢাকা, বুধবার, ৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

সোলাইমান সেলিম গ্রেপ্তার: আদালতে বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মার্চ ০৫ ১৩:৫৫:১৫
সোলাইমান সেলিম গ্রেপ্তার: আদালতে বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। বুধবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে হাজির করা হয় তাকে। তবে শুধু তার উপস্থিতিই নয়, আদালতে দেওয়া মন্তব্যেও জন্ম নিয়েছে নতুন বিতর্ক।

বিচারকের সামনে বিস্ফোরক মন্তব্য

সকালে আদালতে হাজির করা হলে সোলাইমান সেলিমকে দেখা যায় কঠোর নিরাপত্তার মধ্যে। তার হাতে হাতকড়া, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট। আইনজীবীর সঙ্গে কথা বলার সময় তিনি জানান, "রোজা আছি, বই পড়ি, পরিবারের সঙ্গে ফোনে কথা বলা যায়। সেহরি ও ইফতারে সাধারণ খাবার দেওয়া হয়।" কিন্তু এখানেই শেষ নয়, সাংবাদিকদের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে। তারা লিখেছে শাজাহান খানসহ অনেকে নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব ভুয়া নিউজ আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে।" তার এই মন্তব্যের পর উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন।

'ফাঁসির আদেশ আসতে পারে, তাতে অবাক হবো না'

বিচারকের সামনে দাঁড়িয়ে আরও চাঞ্চল্যকর মন্তব্য করেন সোলাইমান সেলিম। তিনি বলেন, "যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে, এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, বুঝা শেষ।" এই কথার তাৎপর্য কী, তা নিয়ে এখন চলছে নানামুখী বিশ্লেষণ।

জনমনে নানা প্রশ্ন, রাজনৈতিক মহলে আলোড়ন

সোলাইমান সেলিমের এই বক্তব্য তার সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিনি হয়তো ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। বিশেষত, 'ফাঁসির আদেশ' প্রসঙ্গে তার বক্তব্য কেবল ব্যক্তি-নির্ভর নয়, বরং বৃহত্তর প্রেক্ষাপটের প্রতিফলনও হতে পারে।

আদালতে নিজের বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন সেলিম, এরপর তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তার বক্তব্যের রেশ শুধু আদালত চত্বরে থেমে নেই, তা এখন ছড়িয়ে পড়েছে দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও। এই মন্তব্য কি নিছক হতাশার বহিঃপ্রকাশ, নাকি রয়েছে এর গভীর রাজনৈতিক তাৎপর্য? সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

জামাল/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে